শিরোনাম

প্রকাশিত : ০৬ মে, ২০২৪, ০৩:৪০ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৪, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : সালেহ্ বিপ্লব

জনপ্রত্যাশা বিবেচনায় রেখে কাজ করুন: জনপ্রতিনিধিদের প্রতি প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান: ফোকাস বাংলা

সালেহ্ বিপ্লব: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনপ্রতিনিধিদের জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।  পরিপূর্ণ দায়িত্ব পালনে স্থানীয় পর্যায়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দিতে হবে। বাসস

[৩] প্রধানমন্ত্রী সোমবার তার কার্যালয়ে (পিএমও) লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামলকে শপথবাক্য পাঠ করান। এ সময় নির্বাচিত জনপ্রতিনিধিদের জনসেবায় আন্তরিক হওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা।

[৪] প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

[৫] স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

[৬] গত ৩ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আবু বকর সিদ্দিক শ্যামল বিজয়ী হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়