শিরোনাম
◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক! ◈ যুক্তরাষ্ট্র ফেরত টাঙ্গাইল জেলা আ.লীগ নেতা বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশিত : ১৯ মে, ২০২৪, ০১:১৬ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৪, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 মস্তিষ্কের টিউমার শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা 

সাজ্জাদুল ইসলাম: [২] মস্তিষ্কের টিউমার শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি প্রোগ্রাম  তৈরি করেছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে ডিপ্লয়। তাদের দাবি, প্রোগ্রামটি দ্রুত ও নিখুঁতভাবে মস্তিষ্কের টিউমারের ধরন শনাক্ত করতে পারে। সূত্র : সিনহুয়া

[৩] অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) গবেষকদের এই গবেষণার ওপর একটি নিবন্ধ গত শুক্রবার প্রকাশিত হয়েছে। এতে গবেষকেরা দেখিয়েছেন, তাদের তৈরি ডিপ লার্নিং মডেল বা ডিপ্লয় মস্তিষ্কের টিউমারকে ১০টি প্রধান উপসর্গ সঠিকভাবে শ্রেণিবদ্ধ করতে পারে। এই এআই টুল টিউমারের শ্রেণিবিন্যাস করতে মস্তিষ্কের টিস্যু বা কোষে মাইক্রোস্কোপিক ছবি বিশ্লেষণ করে থাকে। 

[৪] এএনইউর বায়োলজিক্যাল ডেটা সায়েন্স ইনস্টিটিউটের ডিপ্লয় প্রকল্পের সহপ্রধান ড্যান-থাই হোয়াং বলেন, বর্তমানে মস্তিষ্কের টিউমারের শ্রেণিবিন্যাস ও শনাক্ত করার সর্বোচ্চ মান হিসেবে ডিএনএ মেথিয়ালেশন নামের একটি পদ্ধতিকে ধরা হয়। এ ক্ষেত্রে টিউমারের ধরন বুঝতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। আবার এটি অনেক সময় নিকটস্থ কোথাও পাওয়া যায় না। 

[৫] এর তুলনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর এই প্রোগ্রাম কয়েক ঘণ্টার মধ্যেই টিউমারের ধরন শনাক্ত করতে সক্ষম হবে। হোয়াং দাবি করেছেন, ডিপ্লয় এআই টুলটি ৯৫ শতাংশ ক্ষেত্রে নির্ভুল ফল দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ৪ হাজার রোগীর তথ্য দিয়ে এই প্রোগ্রামকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়