শিরোনাম
◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা

প্রকাশিত : ০৬ মে, ২০২৪, ০৪:৩১ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৪, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে আগুন লাগার কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সালেহ্ বিপ্লব, আনিস তপন: [২] সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনের সর্বশেষ পরিস্থিতি জানতে চান। স্বরাষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তদন্ত কমিটি গঠনসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। 

[৩] মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

[৪] তিনি জানান, মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনের আগুনের সবশেষ পরিস্থিতি জানতে চান স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে। আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে তবে শতভাগ নেভেনি। আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। 

[৫] মন্ত্রী আরো বলেন, বনের আগুন সহজে নেভে না। লতা পাতায় কোনো না কোনোভাবে আগুন থেকে যায়, সেসব দুই তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে। তিনি বলেন, ওই ঘটনায় ফায়ার সার্ভিসের পুরো টিম কাজ করছে। ৫৫ জন ফায়ার কর্মী দেড়শোর বেশি স্বেচ্ছাসেবক কাজ করছে। দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে পানি এনে আগুন নেভানো হচ্ছে ঝুঁকি নিয়ে।  একটা চ্যালেঞ্জিং বিষয় ছিলো বলে উল্লেখ করেন তিনি। 

[৬] শনিবার (৪ মে) সুন্দরবনে ভয়াবহ আগুন লাগে। যা নেভাতে ২৪ ঘণ্টা লেগে যায়।

এসবি/এটি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়