শিরোনাম

প্রকাশিত : ০৬ মে, ২০২৪, ০৯:৩৮ রাত
আপডেট : ০৬ মে, ২০২৪, ০৯:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপিএলে ব্যাটিংয়ে সেরা অংকন, বল হাতে আবু হায়দার রনি 

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসর জুড়েই আধিপত্য ছিলো আবাহনী লিমিটেডের। এবার সবকটি ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে ব্যক্তিগত সাফল্যে এগিয়ে ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন মাহিদুল ইসলাম অংকন। আর বল হাতে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন আবু হায়দার রনি।

বরাবরের মতো এবারও জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করেছে আবাহনী। তবে অন্যবারের চেয়ে এবার একটু বেশি। স্বাভাবিকভাবেই দাপুটে পারফরম্যান্সে শিরোপা ঘরে তোলে দলটি।

তবে এবার দারুণ নজর কেড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবও। শেষ দুই বছর সুপার লিগে খেলতে না পারলেও এবার সেই দলটি রানার্সআপ হয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্স দেখিয়েছেন দলের অনেক খেলোয়াড়। ব্যাট হাতে ১৬ ম্যাচে ৪৬.২১ গড়ে ৬৪৭ রান করে সবার উপরে অংকন। আর বল হাতে ১৯.০৬ গড়ে ৩১ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেটশিকারি রনি। সূত্র: দ্য ডেইলি স্টার

দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার পারভেজ হোসেন ইমনও। অংকনের চেয়ে তিন ইনিংস কম খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৬২৩ রান করেছেন তিনি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাইফ হাসান ১৬ ম্যাচে ৬১৮ রানের ইনিংস খেলেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের রুয়েল মিয়া ১৫ ইনিংসে বোলিং করেন ১৯.৬৪ গড়ে ২৮ উইকেট নিয়ে নজর কাড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়