শিরোনাম
◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৭, ০৭:২৮ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৭, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করছে চিটাগং ভাইকিংস (সরাসরি)

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের রোববারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটানস এবং মিসবাহ-উল-হকের দল চিটাগং ভাইকিংস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টসে জিতে খুলনা টাইটানসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চিটাগং ভাইকিংস। ব্যটিংয়ে নেমে মহাবিপদে পড়ে খুলনা। দলীয় ৬ রানেই সানজামুলের বলে সৌম্য সরকারের তালুবন্দি হন চ্যাডউইক ওয়লটন (৫)। ৭ রানের ব্যবধানে লিঙ্গারকে (২) বোল্ড করে দ্বিতীয় শিকার ধরেন সানজামুল। দলীয় ২৯ রানে অপর ওপেনার নাজমুল হোসেন শান্ত (৯) মুনারাবিরার শিকার হন।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে খুলনা টাইটানস ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। ফলে ১৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে চিটাগং।

এমন মহাবিপদের সময় দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ এবং রুশো। রুশোকে (২৫) ফিরিয়ে মঞ্চে আবির্ভাব ঘটে আগের ম্যাচে বল হাতে ঝড় তোলা তাসকিন আহমেদের। ৩৩ বলে ২টি করে চার-ছক্কায় ৪০ রান করা খুলনা অধিনায়ক মাহমুদ উল্লাহকেও এনামুলের ক্যাচে পরিণত করেন তাসকিন।

ততক্ষণে অবশ্য খুলনার ইনিংস দাঁড়িয়ে গেছে। আরিফুল হকের সঙ্গে জুটি বাঁধা ব্র্যাথওয়েট ১৪ বলে ৩০ রানের ঝড় তুলে শুভাশীষ রায়ের বলে বোল্ড হয়ে যান। ২৫ বলে ১ বাউন্ডারি আর ৪ ওভার বাউন্ডারিতে ৪০ রান করা ২৪ বছর বয়সী আরিফুল ইনিংসের শেষ বলে তাসকিনের তৃতীয় শিকার হন।

চিটাগং একাদশ: লুক রনচি, সৌম্য সরকার, দিলশান মুনারাবিরা, মিসবাহ-উল-হক (অধিনায়ক), লুইস রেইস, এনামুল হক, সিকান্দার রাজা, তানবীর হায়দার, সানজামুল ইসলাম, শুভাশীষ রায় এবং তাসকিন আহমেদ।

খুলনা একাদশ: নাজমুল হোসেন শান্ত, চ্যাডউইক ওয়ালটন, মাইকেল ক্লিঞ্জার, রেইলি রুশো, মাহমুদ উল্লাহ (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, জোফরা আর্চার, আরিফুল হক, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম এবং আবু জায়েদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়