শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৭, ০৭:২৮ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৭, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭১ রানের লক্ষ্যে ব্যাট করছে চিটাগং ভাইকিংস (সরাসরি)

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের রোববারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটানস এবং মিসবাহ-উল-হকের দল চিটাগং ভাইকিংস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টসে জিতে খুলনা টাইটানসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় চিটাগং ভাইকিংস। ব্যটিংয়ে নেমে মহাবিপদে পড়ে খুলনা। দলীয় ৬ রানেই সানজামুলের বলে সৌম্য সরকারের তালুবন্দি হন চ্যাডউইক ওয়লটন (৫)। ৭ রানের ব্যবধানে লিঙ্গারকে (২) বোল্ড করে দ্বিতীয় শিকার ধরেন সানজামুল। দলীয় ২৯ রানে অপর ওপেনার নাজমুল হোসেন শান্ত (৯) মুনারাবিরার শিকার হন।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে খুলনা টাইটানস ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। ফলে ১৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে চিটাগং।

এমন মহাবিপদের সময় দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ এবং রুশো। রুশোকে (২৫) ফিরিয়ে মঞ্চে আবির্ভাব ঘটে আগের ম্যাচে বল হাতে ঝড় তোলা তাসকিন আহমেদের। ৩৩ বলে ২টি করে চার-ছক্কায় ৪০ রান করা খুলনা অধিনায়ক মাহমুদ উল্লাহকেও এনামুলের ক্যাচে পরিণত করেন তাসকিন।

ততক্ষণে অবশ্য খুলনার ইনিংস দাঁড়িয়ে গেছে। আরিফুল হকের সঙ্গে জুটি বাঁধা ব্র্যাথওয়েট ১৪ বলে ৩০ রানের ঝড় তুলে শুভাশীষ রায়ের বলে বোল্ড হয়ে যান। ২৫ বলে ১ বাউন্ডারি আর ৪ ওভার বাউন্ডারিতে ৪০ রান করা ২৪ বছর বয়সী আরিফুল ইনিংসের শেষ বলে তাসকিনের তৃতীয় শিকার হন।

চিটাগং একাদশ: লুক রনচি, সৌম্য সরকার, দিলশান মুনারাবিরা, মিসবাহ-উল-হক (অধিনায়ক), লুইস রেইস, এনামুল হক, সিকান্দার রাজা, তানবীর হায়দার, সানজামুল ইসলাম, শুভাশীষ রায় এবং তাসকিন আহমেদ।

খুলনা একাদশ: নাজমুল হোসেন শান্ত, চ্যাডউইক ওয়ালটন, মাইকেল ক্লিঞ্জার, রেইলি রুশো, মাহমুদ উল্লাহ (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, জোফরা আর্চার, আরিফুল হক, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম এবং আবু জায়েদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়