শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও) ◈ সাইকেল কিনতে ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে কী বলা আছে?

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৪৫ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গুনিয়া সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু 

ওবাদুল হক জাহেদ

আশিক এলাহী, রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পিকআপ এর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ওবাদুল হক জাহেদ নামে এক ছাত্রলীগ নেতার (২৫)। তিনি রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

রোববার (৩০ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদ একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাপলেজা পাড়া এলাকার আমিনুল হকের ছেলে।

নিহত জাহেদের বন্ধু রাইসুল ইসলাম মুন্না জানায়, বাড়ি ফেরার পথে পদুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাছভর্তি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১ টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। জাহেদ পরিবারের ২ ভাই ও ১ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম জানান, পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহত জাহেদের মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে গেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা হয়নি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়