শিরোনাম
◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের এই প্রজন্ম স্বাধীনচেতা, ভারতের কর্তৃত্ব মানবে না: মাহি বি চৌধুরী (ভিডিও)

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেন, ‘ভারত আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে রাখবে কী রাখবেনা এটা তাদের ইন্টারনাল পলিসি। এটা নিয়ে আমার মাথাব্যথা নেই, এটা ভারতের ব্যক্তিগত বিষয়।’

সম্প্রতি প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে অনলাইনে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেন তিনি।

মাহি বলেন, ‘ভারত আমাদের কী বার্তা দিতে চাচ্ছে তার থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশের েএই প্রজন্ম ভারতকে কী বার্তা দিয়েছে। আমাদের আজকের যে প্রজন্ম, নেতৃত্বে যারাই থাকুক না কেন, রাজনীতিতে যারা আছে, ৭৫ ভাগ লোক যারা বাংলাদেশের স্বাধীনতার পরে যারা জন্মগ্রহন করেছে, এই প্রজন্ম একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছে যারা স্বাধীনচেতা প্রজন্ম যাদের মধ্যে দাসসূলভ মনোবৃত্তি নাই।’ 

তিনি বলেন,  ‘এইযে একটা জেনারেশনাল পরিবর্তন এসেছে বাংলাদেশে, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের কাছে এটা একটা বার্তা। তারা যদি এটা বুঝতে পারে তাহলে তারা তাদের ইন্টারনাল পলিসি সেভাবেই সাজাবে এটা আমার প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটি সুন্দর সম্পর্ক অত্যন্ত জরুরী এবং এটা থাকতে হবে। হঠাৎ করেই এটা হয়নি, এটাই বাংলাদেশের প্রজন্ম।’

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘ভারত সাবেক প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) সাপোর্ট দিয়েছে। পাসপোর্ট থাকুক বা না থাকুক আমার যতটুক বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবে।’

পার্থ বলেন,  ‘ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলো করেছেন বা যে সম্পর্ক মেইনটেইন করেছেন আমি শিওর যে ভারত যদি উনাকে ডিজওউন করে তাহলে পরবর্তীতে ভারতের হয়ে কেই কাজ করবে না।’

তিনি আরও বলেন, ‘ভারত একটা বড় দেশ, তাই আমার মনে হয় ভারত এটা রাখবে। পাসপোর্ট থাকলো না থাকলো সেটা কোনো ব্যাপার না। উনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওখানে আছেন। আমার যতটুক ধারণা, যতটুক আমি বুঝেছি ভারত উনাকে ওখানে রাখবেন।’ সূত্র : জনকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়