কুমিল্লায় র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ পরিবহন শ্রমিক নেতা মো. নজমুল ইসলাম শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।
জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ, এক রাউন্ড পিস্তলের গোলাবারুদ ও এক রাউন্ড রিভলভারের গোলাবারুদ।
সেনাবাহিনীর ২৩ বীর ও র্যাব-১১ (সিপিসি-২)-এর সদস্যরা শনিবার (২০ ডিসেম্বর) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় শামীমের নিজ বাসভবনে অভিযান চালিয়ে এসব অবৈধ অস্ত্র জব্দ করেন। অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শামীমকে তার বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ (সিপিসি-২)-এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নজমুল ইসলাম শামীম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের প্রয়াত আব্দুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতনসহ মোট সাতটি মামলা রয়েছে।
অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে শামীমের বাসা থেকে তিনটি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ, এক রাউন্ড পিস্তলের গোলাবারুদ, এক রাউন্ড রিভলভারের গোলাবারুদ, ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।
তিনি আরও জানান, শামীম জাঙ্গালিয়া বাস টার্মিনাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি হিসেবে পরিচিত ছিলেন। উৎস: বাংলানিউজ24