অনেকেই জানতে চান, আসলে কারা গোপনে তাঁদের ফেসবুক প্রোফাইল দেখছে। বন্ধু তালিকার বাইরের মানুষও অনেক সময় আপনার ছবি বা পোস্ট দেখেন, যদিও কোনো লাইক বা কমেন্ট দেন না।
বাজারে কিছু অ্যাপ পাওয়া যায়, যেগুলো দাবি করে কে আপনার প্রোফাইল ভিজিট করছে তা দেখাতে পারবে। কিন্তু এসব অ্যাপ নিরাপদ নয় এবং অধিকাংশ ক্ষেত্রেই নির্ভরযোগ্য ফলাফল দেয় না। তাই তৃতীয় পক্ষের ঝুঁকিপূর্ণ অ্যাপ ব্যবহার না করে সরাসরি ফেসবুক থেকেই যাচাই করা উত্তম।
কীভাবে বুঝবেন কে আপনার প্রোফাইল দেখেছে
Facebook-এ লগইন করুন।
আপনার টাইমলাইনে গিয়ে Activity Log এর পাশে থাকা তিনটি ডট (…) ক্লিক করুন এবং View Page Source সিলেক্ট করুন।
একটি নতুন উইন্ডোতে কোড দেখা যাবে। ভয় পাওয়ার কিছু নেই। সেখানে Ctrl + F চাপুন এবং সার্চ বক্সে লিখুন InitialChatFriendsList।
এই লাইনের পাশে একাধিক নম্বর দেখতে পাবেন। এগুলোই আসলে সেই ব্যবহারকারীদের Facebook আইডি, যারা আপনার প্রোফাইল ভিজিট করেছেন।
নির্দিষ্ট আইডি কপি করে facebook.com/আইডি নম্বর লিখে ব্রাউজারে দিলে সংশ্লিষ্ট প্রোফাইল খুলে যাবে।
তালিকার শুরুতে যিনি থাকবেন, তিনি আপনার প্রোফাইল সবচেয়ে বেশি ভিজিট করেছেন। আর তালিকার শেষের নাম্বারে থাকা ব্যক্তি সবচেয়ে কমবার ভিজিট করেছেন।
অতিরিক্ত কোনো সফটওয়্যার বা অ্যাপ ছাড়াই এই সহজ ধাপগুলো অনুসরণ করে আপনি জানতে পারবেন কারা নিয়মিত আপনার প্রোফাইল দেখছেন।