শিরোনাম
◈ গালাতাসারাইকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ আটে ম‍্যানচেস্টার সিটি ◈ শেরপুরের সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ বাংলাদেশ নারী দলের ক্যাম্পে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী  ◈ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ ◈ ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: পাকিস্তানে হাই অ্যালার্ট জারি ◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও)

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর মহাকাশ বার্তা ভিনগ্রহীদের কানে পৌঁছাতে পারে: নাসা সমর্থিত গবেষণা

পৃথিবী থেকে মহাকাশে পাঠানো নানা বার্তা (রেডিও সিগন্যাল) ভিনগ্রহী সভ্যতার কাছে পৌঁছে যেতে পারে। আর এভাবে ভিনগ্রহীরা আমাদের মহাকাশ যোগাযোগ শুনতে পারে। নাসার সমর্থনে পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য বলা হয়েছে।

গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি এবং নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির গবেষকেরা। তারা জানিয়েছেন, যখন মানুষ মঙ্গল রোভার বা মহাকাশযানে বার্তা পাঠায়, তখন সেই রেডিও সিগন্যালের সবটুকু লক্ষ্যবস্তুতে শোষিত হয় না। কিছু অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে এবং অনেক দূর পর্যন্ত ছুটে চলে যায়।

গবেষক পিনচেন ফ্যান বলেন, মঙ্গলগ্রহ আমাদের পাঠানো সিগন্যাল পুরোপুরি আটকাতে পারে না। তাই কোনো দূরবর্তী গ্রহ বা মহাকাশযান যদি এই পথে থাকে, তবে তারা এই সিগন্যাল ধরা পড়তে পারে। বিশেষ করে যখন পৃথিবী ও অন্য কোনো গ্রহ এক সরলরেখায় আসে, তখন ভিনগ্রহীরা সহজে তা শনাক্ত করতে পারে।

এজন্য গবেষকেরা মনে করছেন, ভিনগ্রহী জীবনের খোঁজে আমাদেরও বাইরের গ্রহগুলোর এই ধরনের অবস্থান (অ্যালাইনমেন্ট) লক্ষ্য করা উচিত। গবেষণাটি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স-এ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, পৃথিবী থেকে পাঠানো সিগন্যাল শক্তিশালী এবং মহাকাশে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম। ফলে যদি অন্য কোনো উন্নত জীব এ পথে থাকে, তবে তারা আমাদের মতো যোগাযোগ ধরতে পারে। একইভাবে আমরা চাইলে ভিনগ্রহীদের সিগন্যালও শনাক্ত করতে পারি।

ফ্যান জানান, গত ২০ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে—যদি কোনো ভিনগ্রহী সভ্যতা পৃথিবী ও মঙ্গল এক সরলরেখায় থাকার সময় পর্যবেক্ষণ করে, তবে তাদের ৭৭ শতাংশ সম্ভাবনা আছে আমাদের পাঠানো সিগন্যাল ধরার। অন্য কোনো গ্রহের সঙ্গে পৃথিবীর সরলরেখা হলে সম্ভাবনা দাঁড়ায় ১২ শতাংশ। তবে এমন অবস্থান না থাকলে সম্ভাবনা খুবই সামান্য। সহজভাবে বলতে গেলে, পৃথিবী থেকে মহাকাশে পাঠানো সিগন্যাল শুধু রোভার বা স্যাটেলাইটেই সীমাবদ্ধ থাকে না, বরং মহাকাশে ছড়িয়ে পড়ে। আর সেই সিগন্যাল ভিনগ্রহীদের কাছে পৌঁছে যেতে পারে—যেমন আমরাও চাইলে তাদের পাঠানো সিগন্যাল শুনতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়