শিরোনাম
◈ স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়াল ◈ গালাতাসারাইকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ আটে ম‍্যানচেস্টার সিটি ◈ শেরপুরের সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ বাংলাদেশ নারী দলের ক্যাম্পে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী  ◈ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ ◈ ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: পাকিস্তানে হাই অ্যালার্ট জারি ◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে?

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৩ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দেওয়া শুরু, কারা পাচ্ছেন টাকা ?

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যর্থ হওয়ায় ক্ষতিপূরণ বিতরণ শুরু করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি শিকাগো বুধবার (১৭ সেপ্টেম্বর) জানিয়েছে, ইতোমধ্যে কিছু ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ পৌঁছাতে শুরু করেছে।

পটভূমি: ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি
২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে ফেসবুকের মাধ্যমে ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠান প্রায় ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। এসব তথ্য রাজনৈতিক ও বিজ্ঞাপনমূলক কাজে ব্যবহার করা হয়। এ ঘটনায় ব্যবহারকারীর তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি থার্ড পার্টির কাছে তথ্য ফাঁস ঠেকাতে পর্যাপ্ত নজরদারি না রাখার অভিযোগ ওঠে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে।

আইনি প্রক্রিয়া ও সমঝোতা
ঘটনার পর ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে ফেসবুক ও ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ৭২৫ মিলিয়ন ডলারে আপস করে মামলাটি নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়। এতে মামলাটি বিচার পর্যন্ত না গিয়ে সমঝোতায় শেষ হয়।

প্রথমে পরিকল্পনা ছিল ২০২৩ সালেই ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে নানা আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। সব প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে এবার ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হলো।

কারা ক্ষতিপূরণ পাবেন?
এই ক্ষতিপূরণ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। ২০০৭ সালের ২৪ মে থেকে ২০২২ সালের ২২ ডিসেম্বরের মধ্যে যারা সক্রিয় ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তারা ক্ষতিপূরণের যোগ্য। এমনকি এ সময়ের মধ্যে যাদের অ্যাকাউন্ট ছিল কিন্তু বর্তমানে নেই, তারাও আবেদন করলে এই অর্থ পাওয়ার সুযোগ পেয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীরা, যেমন বাংলাদেশ বা অন্যান্য দেশের মানুষ, এই ক্ষতিপূরণ পাবেন না।

কত টাকা মিলবে?
ক্ষতিপূরণের সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে ৭২৫ মিলিয়ন ডলারের মীমাংসা তহবিল থেকে আইনি ও প্রশাসনিক খরচ বাদ দেওয়া হবে। এরপর অবশিষ্ট অর্থকে ‘নেট তহবিল’ হিসেবে ধরা হবে। এই নেট তহবিল ব্যবহারকারীদের মধ্যে ভাগ করার জন্য একটি পয়েন্ট সিস্টেম প্রয়োগ করা হচ্ছে।

প্রতি মাসের ফেসবুক ব্যবহারের জন্য ব্যবহারকারী একটি পয়েন্ট পাবেন। অর্থাৎ, কেউ যদি ১০ বছর ফেসবুক ব্যবহার করে থাকেন, তবে তিনি পাবেন ১২০ পয়েন্ট। পয়েন্ট যত বেশি, ক্ষতিপূরণের পরিমাণও তত বেশি হবে।

কিভাবে টাকা পাওয়া যাবে?
ক্ষতিপূরণের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট, পেপ্যাল, ভেনমো, ভার্চুয়াল প্রিপেইড মাস্টারকার্ড অথবা চেকের মাধ্যমে প্রদান করা হবে।

গুরুত্ব
এই ক্ষতিপূরণ বিতরণ ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে বৈশ্বিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য নিরাপত্তার গুরুত্ব আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়