শিরোনাম
◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক গরুর ৬ শিং

এক গরুর ৬ শিং

মাহফুজুর রহমান, ঝিনাইদহ: এক গরুর ৬ শিং ব্যাপারটা শুনতে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও ঝিনাইদহের কোটচাঁদপুরে এমন শিংওয়ালা গরুর সন্ধান মিলেছে। গরুটি দেখতে দুর দুরান্তের মানুষ ভীড় করছেন কোটচাদঁপুর উপজেলার বহরামপুর গ্রামে।

মহিদুল ইসলাম নামে এক গ্রামবাসি জানান, সচরাচর এমন শিংওয়ালা গরু দেখা যায় না। কোটচাঁদপুর শহর থেকে গরু দেখতে আসা হালিম আজাদ ডালিম বলেন, সত্যি এক অস্বাভাবিক গরু দেখলাম।

জানা গেছে, ছোট থেকেই গরুটি লালন পালন করেছেন বহরামপুর গ্রামের মোশারফ হোসেন। তিনি জানান, গরুটির ৬ মাস বয়সে স্বাভাবিক প্রক্রিয়ায় দুইটি শিং গজায়। ৪/৫ মাস পর মাথার মাঝখান থেকে আরো দুইটি শিং গজায়। তারও কিছুদিন পর আরো দুইটি শিং গজায়। তবে চারটি শিং অপেক্ষাকৃত ছোট হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি বলেন, আগে এমন শিংওয়ালা গরু কোনোদিন দেখিনি।

গরুর ৬ শিং গজানো নিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, এটা জেনিটিক্যাল কোনো সমস্যার কারণে হতে পারে। মানুষের যেমন হাতে পায়ে বাড়তি আঙুল গজায়, তেমনি গরুর শিং ওঠার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। ফলে বলা যায় এটা একটা বিশেষ গরু। তবে এই নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। এই বিশেষ গরুটি দেখতে বহরামপুর গ্রামে যাবেন বলেও জানান এই প্রাণিসম্পদ কর্মকর্তা। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়