শিরোনাম
◈ সরকারের বেআইনি আদেশ পালনে র‌্যাব হত্যাযজ্ঞ ঘটিয়ে চলেছে: মির্জা ফখরুল ◈ দেড়মাস পরে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬  ◈ যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছে স্বৈরশাসক জিয়াউর রহমান: ওবায়দুল কাদের  ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি  ◈ নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের বাধা দিলে ৭ বছরের জেল ◈ এক পরিবার থেকে ব্যাংকের পরিচালক হতে পারবেন না ৩ জনের বেশি ◈ কোনো র‌্যাব সদস্যের অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে: মুখপাত্র ◈ বিএনপিকে আমন্ত্রণ জানানোতে সরকারের সংশ্লিষ্টতা নেই: সিইসি  ◈ নওগাঁয় র‌্যাবের হেফাজতে মৃত্যু: ময়নাতদন্তের প্রতিবেদন হাইকোর্টে ◈ সৌদিতে ওমরাহযাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২০

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক গরুর ৬ শিং

এক গরুর ৬ শিং

মাহফুজুর রহমান, ঝিনাইদহ: এক গরুর ৬ শিং ব্যাপারটা শুনতে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও ঝিনাইদহের কোটচাঁদপুরে এমন শিংওয়ালা গরুর সন্ধান মিলেছে। গরুটি দেখতে দুর দুরান্তের মানুষ ভীড় করছেন কোটচাদঁপুর উপজেলার বহরামপুর গ্রামে।

মহিদুল ইসলাম নামে এক গ্রামবাসি জানান, সচরাচর এমন শিংওয়ালা গরু দেখা যায় না। কোটচাঁদপুর শহর থেকে গরু দেখতে আসা হালিম আজাদ ডালিম বলেন, সত্যি এক অস্বাভাবিক গরু দেখলাম।

জানা গেছে, ছোট থেকেই গরুটি লালন পালন করেছেন বহরামপুর গ্রামের মোশারফ হোসেন। তিনি জানান, গরুটির ৬ মাস বয়সে স্বাভাবিক প্রক্রিয়ায় দুইটি শিং গজায়। ৪/৫ মাস পর মাথার মাঝখান থেকে আরো দুইটি শিং গজায়। তারও কিছুদিন পর আরো দুইটি শিং গজায়। তবে চারটি শিং অপেক্ষাকৃত ছোট হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি বলেন, আগে এমন শিংওয়ালা গরু কোনোদিন দেখিনি।

গরুর ৬ শিং গজানো নিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, এটা জেনিটিক্যাল কোনো সমস্যার কারণে হতে পারে। মানুষের যেমন হাতে পায়ে বাড়তি আঙুল গজায়, তেমনি গরুর শিং ওঠার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। ফলে বলা যায় এটা একটা বিশেষ গরু। তবে এই নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। এই বিশেষ গরুটি দেখতে বহরামপুর গ্রামে যাবেন বলেও জানান এই প্রাণিসম্পদ কর্মকর্তা। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়