স্পোর্টস ডেস্ক: বিপিএলের চলমান আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের মুখোমুখি রংপুর রাইডার্স। যারা জিতবে, তারাই যাবে ফাইনালে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুরে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। খেলা শুরু হবে সন্ধ্য সাড়ে ছয়টায়।
এর আগে চলতি আসরে দুই দলের দেখা হয়েছে ২ বার। প্রথম সাক্ষাতে মিরপুরে তামিমের বরিশাল জিতেছিল ৫ উইকেটে। চট্টগ্রামে গিয়ে দ্বিতীয় সাক্ষাতে রংপুর জয় পেয়েছে ১ উইকেটে।
আজকের ম্যাচটিতে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। ১ মার্চ শিরোপা জেতার লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে তারা।
এলআরবি/এসবি২