জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'যদি আরেকটি বিপ্লব হয়, তবে তা হবে গণমাধ্যম ও প্রশাসনের বিরুদ্ধে।'
আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসামে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
গণমাধ্যমের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, 'প্রিয় গণমাধ্যমকর্মীরা, জুলাইয়ের পরও কিছু মিডিয়া ব্যক্তিত্ব দালালি বন্ধ করেননি—এটি অত্যন্ত দুঃখজনক। সময় টিভি, একাত্তর টিভি, ডিবিসি আবারও সেই ভূমিকা শুরু করেছে। আল্লাহ আমার সাক্ষী, আমি সাক্ষী—আমি দেখেছি যে সংবাদ সংস্থাগুলো যে রিপোর্ট লেখে, তা হুবহু ডিবিসি, একাত্তর ও সময় টিভিতে প্রকাশিত হয়। মালিকানা বদলাতে পারে, কিন্তু চরিত্র বদলায়নি। আপনাদের আবারও জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হবে।'
তিনি আরও বলেন, 'গণমাধ্যম শুধু প্রশ্নই করে। দুনিয়ার সব প্রশ্ন ও সমস্যা আমাদের জন্য। আমাদের আয় কোথা থেকে আসে? আমাদের খরচ কোথা থেকে আসে? আমরা কোথা থেকে শার্ট কিনি? রাজনৈতিক কর্মসূচি কীভাবে হয়? সব প্রশ্ন আমাদের জন্য। অথচ সব প্রশংসা ও বন্দনা যায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে।'
প্রশাসনকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, 'আপনাদের জবাবদিহি জনগণের কাছে। আপনাদের জবাবদিহি গুলশানের কাছে নয়, ধানমণ্ডির কাছে নয়। আপনাদের জবাবদিহি কেবল জনগণের কাছেই।'
অতীতের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, 'এর আগে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের পদ-পদবি রক্ষার জন্য আপনাদের ব্যবহার করেছে। উপরে আল্লাহ, নিচে জমিন। আর ব্যবহার হতে দেবেন না নিজেদের। কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ান। বাংলাদেশের মানুষ আপনাদের পাশে দাঁড়াবে।'
হাসনাত বলেন, 'আপনাদের কোনো রাজনৈতিক দলের সেবা করার প্রয়োজন নেই। আপনারা জামায়াতে ইসলামীর নন, আপনারা বিএনপির নন, আপনারা এনসিপিরও নন। আপনাদের জবাবদিহি বাংলাদেশের জনগণের কাছে।'
সতর্ক করে তিনি বলেন, 'আপনারা যদি ভোট চুরি করেন, যদি দিনের ভোট রাতে দিয়ে "নৈশকালীন নির্বাচন" করেন, যদি একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে জনগণের ম্যান্ডেট চুরি করেন—তাহলে এর জবাবদিহি আপনাদের নিজের সন্তানদের কাছেই করতে হবে।'
সংসদ সদস্য প্রার্থী বলেন, 'বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও উন্নত করতে গণমাধ্যম ও প্রশাসন প্রয়োজন। আমরা আপনাদের শত্রু নই। আমরা চাই আপনাদের জবাবদিহি দলকেন্দ্রিক নয়, জনগণকেন্দ্রিক হোক। কোনো দলের মুখোমুখি না হয়ে যদি জনগণের মুখোমুখি হন, তাহলে জনগণই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে।'
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, 'যে ব্যক্তি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে তৃতীয় শ্রেণির রুচির আলোচনা করেন, তখন তা আমাদের উসকে দেয়। মিস্টার তারেক জিয়া, আপনার নিজের দলের নেতাকর্মীদের হত্যাকাণ্ডকে যেভাবে গোপন কৌশলে নাটকে পরিণত করেছেন—নিজেকে প্রশ্ন করুন, গত ১৭ বছর ধরে তথাকথিত ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি কীভাবে দল পরিচালনা করেছেন।' উৎস: ডেইলি স্টার ও যুগান্তর।