শিরোনাম
◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:৫৭ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের নামে রক্তপাত: মিয়ানমারে নির্বাচনকালীন বিমান হামলায় নিহত ১৭০

মিয়ানমারে নির্বাচন চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

সংস্থাটি জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রচারণা শুরুর সময় থেকে গত সপ্তাহে শেষ ধাপের ভোটগ্রহণ পর্যন্ত কমপক্ষে ৪০৮টি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন দলের প্রধান জেমস রডহেভার বলেন, 'আমাদের কাছে থাকা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী কমপক্ষে ১৭০ বেসামরিক মানুষের মৃত্যু নিশ্চিত করা গেছে। তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।'

যোগাযোগ বিচ্ছিন্নতা ও ভীতির কারণে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি।
 
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নির্বাচনে বিশাল জয় পেয়েছে জান্তা সরকার সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। 

তবে বিশ্বনেতা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ নির্বাচনকে 'সাজানো নাটক' বা 'প্রহসন' আখ্যা দিয়েছে। 

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক এ বিষয়ে বলেন, 'মিয়ানমারের জনগণ ভোট দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেবল আতঙ্কের বশবর্তী হয়ে। এটি তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থী।'

জান্তাবিরোধীদের নিয়ন্ত্রণে থাকায় দেশটির বিশাল অংশে ভোটগ্রহণ হয়নি। সেসব এলাকায় সামরিক অভিযান, হামলা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়