শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৩ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন 

স্পোর্টস ডেস্ক : এবার গাজার মানবিক সংকটে বিশ্বনেতাদের নিরবতার কড়া সমালোচনা করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গা‌র্দিওলা। তা‌কে ফিলিস্তিনের ওপর ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সবসময়ই সরব ভূমিকায় দেখা যায়। 

শক্তিশালী রাষ্ট্র নেতাদের ‘কাপুরুষ’ বলে অভিহিত করেছেন তিনি। বার্সেলোনায় ফিলিস্তিনকে সহায়তার জন্য আয়োজিত চ্যারিটি অনুষ্ঠানে এ কথা বলেন গার্দিওলা।

বৃহস্প‌তিবার (২৯ জানুয়া‌রি)  বার্সেলোনায় ফিলিস্তিনকে সহায়তার জন্য আয়োজিত চ্যারিটি অনুষ্ঠানে ফিলিস্তিনিয়ান স্কার্ফ বা কেফিয়াহ পরে বক্তব্য রাখেন গার্দিওলা। অনুষ্ঠানের শুরুতে সালাম দিয়ে ভাষণ শুরু করেন তিনি।

রাজনৈতিক নেতাদের সমালোচনা করে ‘কুৎসিত কর্তৃপক্ষ’ আখ্যা দেন গার্দিওলা। তিনি বলেন বিশ্ব নেতারা নিজেরা সুরক্ষিত এবং আরামদায়ক পরিবেশে বসে নিরীহ মানুষকে হত্যার নির্দেশ দেন। গার্দিওলা বলেন ‘শক্তিশালীরা কাপুরুষ কারণ তারা নিরীহ মানুষকে হত্যা করতে পাঠায় কিন্তু নিজেরা ঘরে বসে ঠান্ডায় গরম, আর গরমে এয়ার কন্ডিশনারে আরাম করে।’

গাজার শিশুদের দুঃখের চিত্র তুলে ধরে গার্দিওলা বলেন, ‘যখন দেখি একজন শিশু গত দুই বছরে তাঁর মায়ের জন্য কাঁদছে, ধ্বংসস্তূপের নীচে, আমি মনে করি আমরা তাদের একা, পরিত্যক্ত ও অবহেলিত করে দিয়েছি।

তিনি আরও যোগ করেন, ‘আমি সবসময় ভাবি, সেই শিশু বলছে ‘তোমরা কোথায়? এসে আমাদের সাহায্য কর। আর আমরা এখন পর্যন্ত তা করি নি।’

তিন মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য শেষে দর্শকদের উপস্থিতিতে দাঁড়িয়ে অভ্যর্থনা পান গার্দিওলা। শেষবারে তিনি মানবিক বার্তা দিয়ে বলেন,’আমরা বিশ্বের সামনে দাঁড়িয়েছি দেখানোর জন্য যে আমরা দুর্বলদের পাশে আছি। এই ক্ষেত্রে সেটা ফিলিস্তিন- এবং সব ন্যায়সঙ্গত কারণ।

দীর্ঘদিন ধরেই নিপীড়িত মানুষের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে সোচ্চার গার্দিওলা। ২০১৮ সালে কারাবন্দী কাতালান নেতাদের সমর্থনে মাঠে হলুদ রিবন পরার অপরাধে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গার্দিওলাকে ২০,০০০ পাউন্ড জরিমানা করেছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৭০,০০০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।

জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। অনেক বিশেষজ্ঞের মতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এবং অনাহার ও রোগে মৃত্যু ধরলে এই সংখ্যা ১ লাখের উপরে হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়