স্পোর্টস ডেস্ক : নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নাকি ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডি-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম এমন খবর প্রকাশ করতে না করতেই এবার অস্ট্রেলিয়া উদ্বেগ জানাল এই ভাইরাস নিয়ে। ভারতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসকাণ্ডের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার।
তিনি জানান, নিপা ভাইরাস নিয়ে আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।
স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার শুক্রবার জানান, গত ডিসেম্বর ভারতে শুরু হওয়া নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নাইন নেটওয়ার্ক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাটলার আরও বলেন, ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এরপরও অস্ট্রেলিয়া বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তার ভাষায়, “এটি অত্যন্ত গুরুতর একটি ভাইরাস, তাই আমরা একে হালকাভাবে দেখছি না। ”
অস্ট্রেলিয়া জানিয়েছে, ভারত ফেরত যাত্রীদের নিয়ে এখনই এয়ারপোর্টে কড়াকড়ি আরোপের কিছু নেই। যদিও এশিয়ার বিভিন্ন দেশে বিমানবন্দরে স্ক্রিনিং শুরু হয়েছে। বাটলার জানিয়েছেন, এই পরিস্থিতিকে অস্ট্রেলিয়া গুরুত্বের সঙ্গে নিচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য আমাদের প্রোটকল পরিবর্তন করার পরামর্শ আপাতত নেই। ইতোমধ্যে এ সম্পর্কিত প্রোটকল রয়েছে। তবে আমরা এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। ”এ সময় তিনি এই ভাইরাস নিয়ন্ত্রণে আসবে এমন আশাও ব্যক্ত করেন।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দল ভারতে বিশ্বকাপ খেলতে রাজি না হলে আইসিসি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখে পড়বে তা হলো ভেন্যু পরিবর্তন। মাত্র কিছু দিন আগে ভেন্যু পরিবর্তন সম্ভব নয় বলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে অন্তর্ভুক্ত করেছে স্কটল্যান্ডকে।
বাংলাদেশ তাদের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতের বিপক্ষে সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল। তবে আইসিসি জানিয়ে দেয়, এখন আর ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। যদিও বিশ্বকাপ আয়োজনের জন্য শেষমেশ সব ম্যাচ শ্রীলঙ্কাতেই নিতে হয় কিনা, নিপা ভাই'রাসের প্রাদুর্ভাবের পর এখন জোরেশোরে উঠছে এই প্রশ্ন।