স্পোর্টস ডেস্ক: আর মাত্র ১২ দিন পরই ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যেই ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো দলগুলো নিজেদের বিশ্বকাপ দল প্রকাশ করেছে। শুক্রবার বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে বড় অঙ্কের অর্থ।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন ডলার।
সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ৬টি দল পাবে ১ লাখ ডলার করে।
বাংলাদেশি টাকায়:
চ্যাম্পিয়ন দল পাবে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা।
রানার্সআপ দল পাবে ২১ কোটি ৯৪ লাখ টাকা।
সেমিফাইনালে হেরে যাওয়া দল ৭ কোটি ৭৮ লাখ টাকা। সেমিফাইনালে উঠতে না পারা দল পাবে ১ কোটি ৯ লাখ টাকা।
গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য - ৪৩ লাখ ৮৯ হাজার টাকা।
রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল
এসআর/এলআরবি/এনএইচ