শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৬ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে দামি ক্রিকেটার মুশফিক

স্পোর্টস ডেস্ক: আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এর আগে ক্রিকেটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে বিসিবি। এতে ২০৩ জন দেশী ক্রিকেটারকে ভাগ করা হয়েছে ৭ ক্যাটাগরিতে। এদিকে জাতীয় দলে সাকিব-তামিমরা সরাসরি চুক্তিতে দলে পেলেও এখনো দল নিশ্চিত হয়নি মুশফিকুর রহিমের। 

তাই একমাত্র ক্রিকেটার হিসেবে এ’ ক্যাটাগরিতে আছেন মুশফিক। তাঁর পারিশ্রমিক ৮০ লক্ষ টাকা। অপরদিকে 'বি' ক্যাটাগরিতে আছেন চারজন ক্রিকেটার। আফিফ হোসেন, এবাদত হোসেন, ইমরুল কায়েস এবং রনি তালুকদারকে নিয়ে এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫০ লক্ষ টাকা।

সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৩০ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার যাদের মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলামরা।আর ২০ লাখ টাকা পারিশ্রমিকের ডি’ ক্যাটেগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম, শামসুর রহমান সহ আরও অনেকে আছেন এই ক্যাটাগরিতে। 

আর প্লেয়ার্স ড্রাফটে সবথেকে বেশি ৭৫ জন ক্রিকেটার আছেন এবার ই’ ক্যাটেগরিতে। যেখানে পারিশ্রমিক ১৫ লাখ টাকা। আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেনদের জায়গা হয়েছে 'ই' ক্যাটেগরির পরিচিত মুখ।

১০ লাখ টাকা পারিশ্রমিকের এফ, ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। আর  জি’ ক্যাটেগরির ৪৫ জন ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে সবথেকে কম-৫ লাখ টাকা। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়