শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৮:১২ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেড ও স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ, ভারত হারালো ৩০ রানে ২ উইকেট

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে ফাইনালের প্রথম ইনিংসে দারুণ খেলেছে। স্টিভেন স্মিথ আর ট্রাভিস হেডের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা তুলেছে ৪৬৯ রান। ইংলিশ কন্ডিশনে ভারতীয় ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। ভারতের দুই পেসার বল হাতে ‘সেঞ্চুরি’ করেছেন।

দ্য ওভালে চলমান ফাইনালে অস্ট্রেলিয়া ব্যাটিং করেছে প্রথম দেড় দিন। দ্বিতীয় সেশনের শেষদিকে তারা অল-আউট হয়। চতুর্থ উইকেটে স্টিভেন স্মিথ এবং ট্রাভিস হেডের ২৮৫ রানের দারুণ জুটিটাই অজিদের বড় স্কোর ভিত রচনা করে দিয়েছে। ক্রিকইনফো

বুধবার প্রথম দিনেই ১০৬ বলে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন হেড। আজ তিনি আউট হন ১৭৪ বলে ১৬৩ রান করে। অনেকটা ওয়ানডে স্টাইলের ইনিংসে তিনি হাঁকিয়েছেন ২৫টি চার এবং ১টি ছক্কা। বৃহস্পতিবার স্মিথ পৌঁছে যান তিন অংকে।

ক্যারিয়ারের ৩১ নম্বর সেঞ্চুরি করতে তিনি খেলেন ২২৯ বলে। টেস্ট মেজাজে অসাধারণ ব্যাটিং করা স্মিথ পরে আউট হয়েছেন ১২১ রানে। তার ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি। মিডল অর্ডারে উইকেটকিপার অ্যালেক্স কোরি ৪৮ রান করেন। পরের কেউ আর দুই অংকও ছুঁতে পারেননি। ভারতের পেসার মোহাম্মদ সিরাজ ২৮.৩ ওভারে ১০৮ রানে নেন ৪টি উইকেট। ২টি করে নিয়েছেন শার্দুল ঠাকুর আর মোহাম্মদ শামি। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ৩০ রানে ২ উইকেট হারিয়েছে। সম্পাদনা: এল আর বাদল
 
এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়