স্পোর্টস ডেস্ক: তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রার সঙ্গে বেড়েছে লোডশেডিং। তাতে দিনের পাশাপাশি রাতেও নাজেহাল মানুষ। এ দিকে গরমের এই অস্থিরতা দেখা দিয়েছে খেলার মাঠেও। সেজন্য আসন্ন টেস্ট ম্যাচে বাড়তি বিরতির প্রস্তাব করেছে বিসিবি। সূত্র: সময়টিভি
আগামী ১৪ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। ম্যাচের সময়ে তীব্র গরমের শঙ্কা রয়েছে।
বিসিবির চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী বলেন, এর আগে গরমের কারণে ওয়েস্টইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষেও বেশি বিরতি রাখা হয়েছিল। এবার অতিরিক্ত গরমের কারণে ঢাকা টেস্টেও বিরতি বাড়ানোর প্রস্তাব করবে বিসিবি। ক্রিকেটারদের শারীরিক সুস্থতার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আঙুলের চোটে এই টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তাই নিয়মিত অধিনায়কের অবর্তমানে এই টেস্টে নেতৃত্ব দেবেন লিটন দাস। আফগানদের বিপক্ষে টস করতে নামলেই টাইগারদের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন লিটন। এই ডানহাতির নেতৃত্বগুণ দেখতে মুখিয়ে আছে নির্বাচকরাও। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল
এসআর/এলআরবি/এনএইচ