শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৯:২০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোর্বসের বিচারে রিয়াল মাদ্রিদ আবার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব  

রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফোর্বস সম্প্রপ্তি বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত ম্যাগাজিনে ছয় দশমিক নয় বিলিয়ন ইউএস ডলার মূল্যমান নিয়ে তালিকার শীর্ষে জায়গা পেয়েছে রিয়াল মাদ্রিদ। ছয় বিলিয়ন ইউএস ডলার মূল্যমান নিয়ে তালিকার দুইয়ে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের। তালিকায় এই প্রথমবার দুটি ক্লাব ৬ বিলিয়ন ডলারের অঙ্ক ছুঁয়ে রেকর্ড গড়েছে। - মার্কা

দৈনন্দিন যেকোনো সামগ্রী কেনার ক্ষেত্রেও ব্র্যান্ড ভ্যালুকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। গোল বলের খেলা ফুটবলেও যার প্রভাব অনেক। বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল টিম নির্বাচনেও এর প্রভাব লক্ষ্যণীয়। দলগুলোর ব্র্যান্ড ভ্যালু, মালিকানা, ফ্যানবেজসহ আরো কিছু বিষয় বিবেচনায় নিয়ে বিশ্বের সেরা ফুটবল দলের একটি তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস।

যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফোর্বসের সে তালিকার শীর্ষে জায়গা পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ফোর্বসের বিচারে রিয়ালের ভ্যালু দাঁড়িয়েছে ছয় দশমিক সাত বিলিয়ন ইউএস ডলার। গত বছরের তুলনায় যা ১৯ শতাংশ বেড়েছে। - সময়টিভি অনলাইন

ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে মূল্যবান দলের তালিকায় দ্বিতীয় দল হিসেবে জায়গা হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। সাম্প্রতিক সময়ে রেড ডেভিলদের মালিকানা কিনতে স্যার জিম র‌্যাটক্লিফ ও কাতারি ব্যবসায়ী শেখ জসিম বিডিংয়ে অংশ নিয়েছিলেন। চড়া দামে ক্লাবটি কিনতেও রাজি তারা। ফোর্বসের বিচারে ম্যানচেস্টার ইউনাইটেডের ভ্যালু ৬ বিলিয়ন ডলার। যা  গতবারের চেয়ে ৩০ শতাংশ বেশি।

ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদই এমন দুটি ক্লাব যারা প্রতিবার এই তালিকার সেরা পাঁচে জায়গা পেয়েছে।

এই তালিকার তিনে আছে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সম্প্রতি লা লিগার শিরোপা জিতে দারুণ ছন্দে আছে কাতালান ক্লাবটি। এ মৌসুমে তাদের মূল্যমান উঠেছে পাঁচ দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার। ফোর্বসের মূল্যবান ফুটবল দলের তালিকার চারে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ৫.২৯ বিলিয়ন ডলার ভ্যালু নিয়ে ছাড়িয়ে গেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে। পাঁচে আছে সিটিজেনরা। ৪.৯৯ বিলিয়ন ডলার মূল্য দাঁড়িয়েছে ক্লাবটির।

এছাড়াও, এই তালিকার ছয় ও সাতে আছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফরাসি ক্লাব পিএসজি। মেসিদের ক্লাবের ভ্যালু ৪.২১ বিলিয়ন ডলার। আট, নয় ও দশে অবস্থান চেলসি, টটেনহ্যাম ও আর্সেনালের। তালিকায় চমক হয়ে এসেছে মেজর লিগ সকারের ক্লাবগুলোর উত্থান। এবারের তালিকার সেরা ৩০ এ যুক্তরাষ্ট্রের সাতটি ক্লাব জায়গা পেয়েছে।

 এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়