শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০৪:১৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন হয়েই ক্লাবের প্রধান নির্বাহীকে ছাঁটায় করলো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক: অনেক দিন ধরেই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ শিবিরে বিরাজ করছে টালমাটাল পরিস্থিতি। কোচিং স্টাফে পরিবর্তন আনা সত্ত্বেও জার্মান কাপ ও চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ে ক্লাবটি। ডাগআউটে ইউলিয়ান নাগেলসমানের জায়গায় দায়িত্ব নেন টমাস টুখেল। 

এবার নাটকীয় ভাবে টানা ১১তম বারের মতো বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। শিরোপার উৎসবে যখন ক্লাবটির খেলোয়াড়-সমর্থকরা মেতে ছিলো তখনই প্রধান নির্বাহী অলিভার কান ও স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদযিচকে বরখাস্ত করেছে বায়ার্ন কর্তৃপক্ষ। সূত্র: গোলডটকম 

অলিভার কান ক্লাব ক্যারিয়ারের পুরোটাই বায়ার্নে কাটিয়েছেন। ১৯৯৪ থেকে ২০০৮ পর্যন্ত ৬৩২টি ম্যাচ খেলেছেন কিংবদন্তি এই গোলরক্ষক। এরপর ২০২১ সালে ক্লাবটির প্রধান নির্বাহী পদে যোগদান করেন তিনি। স্থলাভিষিক্ত হন আরেক কিংবদন্তি কার্ল হেইঞ্জ রুমিনিগের। এবার তার উত্তরসূরি হবেন ইয়ান-ক্রিস্তিয়ান দ্রিসেন।সূত্র: স্কাইস্পোর্টস

এবার সহ শেষ ১১ আসরে বুন্দেসলিগায় দাপটের সঙ্গেই চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। কিন্তু এবার জিততে ঘাম ছুটে যায় তাদের। অপেক্ষা করতে হয় শেষ ম্যাচ পর্যন্ত। কোলনের বিপক্ষে জামাল মুসিয়ালার শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে শিরোপা উল্লাস করে তারা। তাদের সমান ৭১ পয়েন্ট নিয়েও শুধুমাত্র গোলপার্থক্যের কারণে রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়