শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০৭:৫১ সকাল
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোল, রোনালদোকে ছাড়িয়ে মেসির রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান ফুটবলের মৌসুম প্রায় শেষ। এই সময়ে বিশ্বের সেরা তারকা লিওনেল মেসির হাতে ধরা দিলো দারুণ এক অর্জন। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এই মহাতারকা গড়লেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড। সূত্র: গোল ডটকম

পর্তুগিজ মহাতারকা রোনালদো ৪৯৫ গোল করেছিলেন ৬২৬ ম্যাচে। আর্জেন্টাইন জাদুকর তাকে ছাড়িয়ে গেলেন কেবল ৫৭৭ ম্যাচেই। চার ম্যাচ ধরে গোল পাননি মেসি। তার ‘খরা’ কাটানো গোল দিয়েই পিএসজি জিতল লিগ ওয়ানে রেকর্ড ১১তম শিরোপা। ১০টি লা লিগা শিরোপা থাকা মেসির এটি সব মিলিয়ে ১২তম লিগ শিরোপা। তার চেয়ে বেশি জিতেছেন কেবল রায়ান গিগস- ১৩টি। এবারের লিগ ওয়ানের শিরোপা জিতে এক সময়ের সতীর্থ দানি আলভেসের পাশে বসলেন মেসি। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতো আর্জেন্টাইন মহাতারকারও শিরোপাও হলো ৪৩টি। সূত্র: মার্কা

পিএসজির হয়ে লিগ ওয়ানে দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ২২ গোল করেছেন মেসি। বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারে লা লিগায় ৫২০ ম্যাচে তিনি করেন ৪৭৪ গোল। যা এক ক্লাবে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ডও।

আপাতত সৌদি আরবের শীর্ষ লিগে খেলা রোনালদো ক্যারিয়ার শুরু করেন স্পোর্টিং সিপির হয়ে। সেরা সময় কাটান রিয়াল মাদ্রিদের হয়ে। লি লিগায় ২৯২ ম্যাচে করেন ৩১১ গোল।

জুভেন্টাসের হয়ে সেরি আয় চার মৌসুমে রোনালদো ৯৮ ম্যাচ খেলে করেন ৮১ গোল। দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৩৬ ম্যাচে ১০৩ গোল করে ওই চূড়ায় উঠেছিলেন তিনি।সূত্র: বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম

লিগ ওয়ানের শেষ রাউন্ড দিয়ে পিএসজির সঙ্গে শেষ হচ্ছে মেসির চুক্তির মেয়াদ। অনেক জল্পনা-কল্পনা থাকলেও এখনও ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সম্পাদনা: এল আর বাদল
 
এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়