শিরোনাম
◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৩, ০৯:৩৯ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেদভেদেভ ও কেভিতোভা মিয়ামির ফাইনালে

মেদভেদেভ ও কেভিতোভা

তারিক আল বান্না: মিয়ামি ওপেনের শিরোপা প্রত্যাশী  রাশিয়ার দানিল মেদভেদেভ পুরুষ এককের ও  চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা মহিলা এককের ফাইনালে উঠেছেন। সূত্র: বিবিসি

বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় ২৭ বছর বয়সী মেদেভেদেভ সেমিফাইনালে ৭-৬, ৩-৬ ও ৬-৩ সেটে ১৪তম বাছাই স্বদেশী ছোটবেলার বন্ধু ২৬ বছর বয়সী ক্যারেন খাচানভকে হারিয়ে দেন। এ নিয়ে চলতি বছরে তিনি ৩১টি ম্যাচের মধ্যে ২৮টিতে জয়লাভ করেছেন। 

১৯৮১ সালের পর টানা পাঁচটি এটিপির ফাইনালে উঠে আরেক কৃতিত্ব দেখালেন মেদভেদেভ। ৪২ বছর আগে ইভান লেন্ডল টানা পাঁচটি এটিপির ফাইনালে উঠেছিলেন। ফাইনালে মেদভেদেভ খেলবেন স্পেনের কার্লোস আলকারাজ ও জানিক সিনারের মধ্যকার অপর সেমিফাইনালের বিজয়ীর সঙ্গে। মেদভেদেভ এরআগে রটারডম, দোহা ও দুবাই টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন। তবে ইন্ডিয়ান ওয়েলস আসরের ফাইনালে তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় আলকারাজের কাছে পারজিত হন।   

এদিকে, দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ৩৩ বছর বয়সী কেভিতোভা সরাসরি ৭-৫ ও ৬-৪ সেটে এবারের আসরে চমক সৃষ্টিকারী বিশ্বের ৭৪ নম্বর খেলোয়াড় রুমানিয়ার সোরানা চিরস্তিয়াকে পরাজিত করেন। কেভিতোভা ফাইনালে খেলবেন বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন কাজাখস্তানের এলেনা রাইবাকিনার বিপক্ষে। রাইবাকিনা টানা ১৩ ম্যাচে অপরাজিত রয়েছেন বলে ফাইনালে তাকে হারানো কেভিতোভার জন্য একটি বড় চ্যালেঞ্জ বলেই ধারনা করা  হচ্ছে।   

টিএবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়