শিরোনাম
◈ দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী ◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২৪ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টস জিতে বরিশালের বিপক্ষে ফিল্ডিংয়ে খুলনা

ফিল্ডিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক: সিলেট পর্বের খেলা শেষে বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি এখন ঢাকাতে। শুক্রবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের ৩৩তম ম্যাচের আগে টস জিতেছেন খুলনার অধিনায়ক শাই হোপ। তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে হারলেই বাদ যাবে খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়। আর টিভি।

এবারের আসরের পয়েন্ট টেবিলে এখন দুইয়ে অবস্থান করছে সাকিব আল হাসানের দল। ৯ ম্যাচে ৬ জয় ও ৩ পরাজয়ে ১২ পয়েন্টে পরের রাউন্ড নিশ্চিত কওরে ফেলেছে তারা। তবে প্লে-অফে সেরা দুইয়ে থাকার জন্য এই ম্যাচেও জিততে চায় তারা।

অন্যদিকে সমান ম্যাচে মাত্র দুটিতে জয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে খুলনা। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে তারা। আর জিতলে অন্য দলের ওপর চেয়ে থাকতে হবে।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয় (উইকেটকিপার), এবাদত হোসেন, সালমান হোসেন, ফজলে মাহমুদ, খালেদ আহমেদ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

খুলনা টাইগার্স একাদশ: তামিম ইকবাল, শাই হোপ (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী, অ্যান্ড্রু বালবির্নি, মার্ক দেওয়াল, হাসান মুরাদ, পল ভ্যান মিকেরেন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও শফিকুল ইসলাম। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়