শিরোনাম
◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী ◈ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, পুলিশের সঙ্গে হাতাহাতি ◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন ◈ বাংলা‌দে‌শে রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ধু‌য়ো তু‌লে আগ‌স্টে সফ‌রে আস‌ছে না ভারতীয় ক্রিকেট দল ◈ একযোগে ১৫ নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল ◈ পাকিস্তান চীনের ‘জীবন্ত পরীক্ষাগার’, ৮১% সামরিক সরঞ্জাম চীনা: দাবি ভারতের জেনারেল রাহুল সিংয়ের ◈ ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান, নিরাপদ থাকতে যা করতে হবে ◈ পাটগ্রামে থানায় হামলার প্রসঙ্গ টেনে জামায়াত আমিরের মন্তব্য: ‘এই পরিস্থিতিতে কী নির্বাচন হবে?’

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ১২:১৮ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী

মনিরুল ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাফ জানিয়ে দিয়েছেন, দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড বা অসাদাচরণে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে—এ বিষয়ে কোনো ছাড় নেই।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, “দলের নামে কেউ যদি অনৈতিক, অবৈধ বা সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাৎক্ষণিক তদন্ত করে প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা প্রতিদিনই এই কাজ করছি। আমাদের এই কঠোর অবস্থানের কথা গণমাধ্যমের মাধ্যমে সবাইকে জানাতে চাই, যেন কেউ ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পায়।”

বনানী যুবদল নেতাকে বহিষ্কার
তিনি উল্লেখ করেন, “বনানী থানা যুবদলের আহ্বায়ক মুনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তিনি একদল লোক নিয়ে জাকারিয়া হোটেলে নারীদের ওপর হামলা চালিয়েছেন। প্রমাণস্বরূপ ছবি ও ভিডিও অনলাইনে এসেছে। তাৎক্ষণিকভাবে জাতীয়তাবাদী যুবদল তাকে বহিষ্কার করেছে। আমরা সবসময়ই এমন ঘটনা ঘটলেই দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”

দলে জিরো টলারেন্স নীতি
রিজভী আরও বলেন, “৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৪-৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা ও দুর্বৃত্তদের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন।”

চিলমারী, কুমিল্লা, ভোলা ও পাটগ্রামের ঘটনায় ব্যবস্থা
গত ২৪ ঘণ্টায় নেওয়া শৃঙ্খলামূলক ব্যবস্থার বিবরণ দিয়ে রিজভী বলেন, “কুড়িগ্রামের চিলমারীতে কমিটি গঠনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি ও সদস্য আবদুল মতির শিরিনকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালি থানার পাছথুবী ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন মিয়াকেও বহিষ্কার করা হয়েছে—সে সন্ত্রাসী ও অস্ত্রবাজির সঙ্গে জড়িত ছিল।”

“ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারও বহিষ্কৃত হয়েছেন। তিনি মহিলা দলের এক নেত্রীকে মারধর করেছেন, যা অত্যন্ত কাপুরুষোচিত। এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

পাটগ্রামে তদন্ত চলছে
রিজভী বলেন, “পাটগ্রামে বিএনপির নাম ব্যবহার করে থানায় হামলা ও দণ্ডপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “রাজনীতি করা মানে সমাজে মর্যাদা ও নৈতিকতার মানদণ্ড স্থাপন করা। নেতাকর্মীদের সেই ভাবমূর্তিই তুলে ধরতে হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়