শিরোনাম
◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ১০:১০ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ শেষ হওয়ার ছ’মাসের মধ্যে পিএসজি ছেড়ে দেবেন মেসি 

লিওেেনল মেসি

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ব্যস্ত লিওেেনল মেসি। প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে তার দেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে তারা। এখন তাই মেসিকে বিরক্ত করতে চাইছে না তার দল। কিন্তু বিশ্বকাপ শেষ হলেই তার সঙ্গে চুক্তি নিয়ে কথা বলবে পিএসজি। কারণ, আগামী জুন অর্থাৎ বিশ্বকাপ শেষ হওয়ার ছ’মাসের মধ্যে মেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে।- আনন্দবাজার পত্রিকা

মেসির সঙ্গে দু’বছরের চুক্তি করেছিলো পিএসজি। সেই চুক্তিতেই ছিল যে, দুই পক্ষ চাইলে আরও এক বছরের জন্য চুক্তি হতে পারে। কিন্তু একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসিকে দু’বছরের চুক্তির প্রস্তাব দিতে পারে পিএসজি। সে সব যদিও বিশ্বকাপের পরেই হবে। এই মওসুমে পিএসজি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মেসি। তাকে মাথার রেখেই দল তৈরি করতে চাইছে ফরাসি ক্লাব।

মেসি যদিও বার্সেলোনায় ফিরতে আগ্রহী বলে জানা গিয়েছিল। মেজর লিগ সকারের ক্লাবে ইন্টার মিয়ামিও মেসিকে নিতে আগ্রহী বলে শোনা যাচ্ছিল। কিন্তু দুই দলের কেউই এখনও পর্যন্ত মেসির সঙ্গে যোগাযোগ করেনি বলেই খবর। এর ফলে এখনই দলবদলের কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

মেসিও তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বকাপের সময় ভাবছেন না বলেই জানা গিয়েছে। তবে পিএসজি-তে ২০২৫ সাল পর্যন্ত মেসির থাকার সম্ভাবনা বেশি বলেই মনে করা হচ্ছে। ৩৫ বছরের মেসি ২৮ ডিসেম্বর লিগ ১-এর ম্যাচে খেলবেন বলেই ধরে নিচ্ছে ক্লাব।

কিছু দিন আগে শোনা গিয়েছিল মেসি ইন্টার মিয়ামিতে যেতে পারেন। বিপুল অর্থে মেসিকে মিয়ামি কিনতে পারে বলে দাবি করেছিল এক সংবাদমাধ্যম। মেজর লিগ সকারের ইতিহাসে সব থেকে দামি ফুটবলার হতে পারেন মেসি, এমনটাও শোনা যাচ্ছিল। মেসির সঙ্গে মিয়ামি দলের প্রেসিডেন্ট পার লটন এবং অন্যতম মালিক ডেভিড বেকহ্যামের কথা হয়েছে বলেও দাবি করা হয়েছিল। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলারের জন্যই মেসি মিয়ামিতে যেতে পারেন বলে জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। সম্পাদনা: এল আর বাদল
 
এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়