শিরোনাম
◈ ওষুধের দাম বৃদ্ধি ঠেকাতে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ ◈ ইসরায়েল বিরোধী শিক্ষার্থী বিক্ষোভ থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার ◈ থাইল্যান্ড সফর শেষে আজ  দেশে ফিরবেন প্রধানমন্ত্রী ◈ বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ◈ দিনাজপুরে ভোট গণনার পর সমর্থকদের উত্তেজনা, পুলিশের গুলিতে নিহত ১ ◈ শ্রীমঙ্গলে হঠাৎ কালবৈশাখী ঝড়ে সবকিছু লন্ডভন্ড ◈ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পিনাকী ভট্টাচার্যসহ ২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট ◈ ঢাকাসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ◈ এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ডলার ◈ কবে নামবে বৃষ্টি জানালো আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৯:৫৪ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাতারে মুখোমুখি ইরানি সরকারপন্থী ও বিরোধী সমর্থকরা

এ্যানি আক্তার: কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ইরান। তবে এ ম্যাচে উত্তেজনা কেবল মাঠেই সীমাবদ্ধ থাকেনি, খেলার বাইরের রাজনীতি নিয়ে উত্তাপ ছড়িয়েছে দর্শকসারিতেও। শুক্রবার স্টেডিয়ামে ইরান ফুটবল দলের সরকারপন্থী সমর্থক ও সরকারবিরোধী সমর্থকদের মধ্যে বিরোধ বাঁধে। এসময় সরকারবিরোধী সমর্থকদের কাছ থেকে নিরাপত্তাকর্মীরা টি-শার্ট ও পতাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন তারা। আলজাজিরা

কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে খেলা দেখতে ইরানের ইসলামিক অভ্যুত্থানের আগের পতাকা নিয়ে গিয়েছিলেন অনেকে। কারও কারও টি-শার্টে ও গালে লেখা ছিল সাম্প্রতিক বিদ্রোহের জনপ্রিয় স্লোগান 'নারী, জীবন, স্বাধীনতা'। তবে সরকারপন্থী ইরানিরা সরকারবিরোধীদের গালাগাল করে তাদের কাছ থেকে এসব জিনিসপত্র ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। 

একজন অভিযোগ করেছেন, তার হাত ও বুকে লেখা নিহত বিক্ষোভকারীদের নাম মুছে ফেলতে বলেন কাতারের পুলিশ সদস্যরা। আরেক নারী বলেন, তাকে মাহসা আমিনির ছবি সংবলিত টি-শার্ট খুলে ফেলতে বলা হয়। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ইরানের খেলোয়াড়দের প্রতিও বিদ্রূপমূলক কথাবার্তা ছুঁড়ে দেয়া হয় ও শিস বাজানো হয়। এর আগে সরকারবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকেন ইরানের ফুটবলাররা। এদিকে, অনেক সমর্থক সাবেক ইরানি ফুটবলার ভোরিয়া গাফুরির নাম লেখা টুপি পরে গিয়েছিলেন। প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/কেএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়