শিরোনাম
◈ উপজেলায় প্রকাশ্যে ভোট দেয়ায় এমপি হাফিজ মল্লিককে ইসিতে তলব  ◈ লুর ঢাকা সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা এবং ভিসানীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আব্দুল্লাহ  ◈ মঙ্গলবার কলম্বো থেকে ঢাকা আসছেন ডোনাল্ড লু ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে র‌্যাব ও ভিসানীতি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে ◈ দলীয় বিভাজন ভুলে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের ◈ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা অবৈধ: হাইকোর্ট  ◈ শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪, ১২:০০ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে হঠাৎ কালবৈশাখী ঝড়ে সবকিছু লন্ডভন্ড

মোঃ কাওছার ইকবাল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বন্ধ হয়ে যায় রেল ও সড়ক যোগাযোগ। ৩ ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা ৭.৪৫ মিনিটে রেল যোগাযোগ পুনঃস্থাপন হয়।

রবিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া ঝড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য বৈদ্যুতিক খুঁটি ও বড় বড় গাছ। বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত আধা ঘণ্টাব্যাপী এই ঝড় বয়ে যায়। ঝড়ের পূর্বে অল্প শিলাবৃষ্টি হলেও শিলার আকার বেশ বড়। শিলাবৃষ্টি ও ঝড়ে হাওরের বোরো ফসল ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

বিদ্যুতের তার ছিঁড়ে এবং গাছ উপড়ে পড়ায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ অনেক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলা শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় গাছ উপড়ে সড়কে পড়ে থাকতে দেখা গেছে। বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। উপজেলার ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিছিন্ন রয়েছেন।

শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বড় বড় গাছ ভেঙে পড়েছে। এ ছাড়া বিদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের ওপর গাছ পড়ে তা ভেঙে পড়েছে। শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও টিনের চাল ঝড়ে উড়ে গেছে। কিছু জায়গায় টিনের চালের ওপর বিশাল বিশাল গাছ পালা ভেঙে পড়েছে।

শ্রীমঙ্গলের আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ৮৯ কিলোমিটার। ঝড়ের স্থায়িত্ব ছিল প্রায় ৬ মিনিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়