শিরোনাম
◈ বিমানের সাবেক এমডিসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল ◈ বাংলাদেশে বাড়িতে সন্তান প্রসবের উচ্চহারে জাতিসংঘের উদ্বেগ, পদক্ষেপ নেওয়ার তাগিদ ◈ ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ ◈ রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন ◈ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ◈ ডিএফপির নতুন ডিজি আকতার হোসেন ◈ শরিকদলগুলোর সাথে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণে আলোচনা চলছে: মির্জা ফখরুল ◈ বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ◈ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন ফের ৫২ জনকে বহিষ্কার করলো বিএনপি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪, ০৮:০০ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাস্তিক, কাফের, মুনাফিকদের সম্পর্কে কোরআনের নীতি

ইসলামী ডেস্ক : [২] নাস্তিক, কাফের, মুনাফেক বা মুরতাদ হওয়ার স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়ে রেখেছেন। দুনিয়াটা মুমীনদের জন্যে একটা পরীক্ষাগার। পরকালে স্বর্গ নরকের সৃষ্টিও তো সে কারনেই। আল্লাহর নবীকে কাফের, মুনাফেকেরা অনেক অত্যাচার করেছেন। তিনি তা সহ্য করেছেন এবং ধৈর্য্য ধারন করেছেন। 

আল-কোরআনে বলা হয়েছে, ‘আপনি কাফের ও মুনাফিকদের আনুগত্য করবেন না এবং তাদের উৎপীড়ন উপেক্ষা করুন ও আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ কার্যনিবার্হীরূপে যথেষ্ট। (৩৩:৪৮)

‘আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তাআলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন।’ (৪:১৪০)

‘আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোল, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে সরে থাক।’ (৭:১৯৯)
সুরা ইউনুস-এর আয়াত ৪০-এ বলা হয়েছে, ‘আর তাদের মধ্যে কেউ কেউ কোরআন বিশ্বাস করবে এবং কেউ কেউ বিশ্বাস করবে না। বস্তুতঃ তোমার পরওয়ারদেগার যথার্থই জানেন দুরাচারদিগকে।’
৪১ নং আয়াতে বলা হয়েছে, ‘আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে বল, আমার জন্যে আমার কর্ম, আর তোমাদের জন্যে তোমাদের কর্ম। তোমাদের দায়-দায়িত্ব নেই আমার কর্মের উপর এবং আমারও দায় দায়িত্ব নেই তোমরা যা কর সেজন্য।’

সুরা ইউনুসের ৯৯ আয়াতে বলা হয়েছে, ‘আর তোমার পরওয়ারদেগার যদি চাইতেন, তবে পৃথিবীর বুকে যারা রয়েছে, তাদের সবাই ঈমান নিয়ে আসতো সমবেতভাবে। তুমি কি মানুষের উপর জবরদস্তি করবে ঈমান আনার জন্যে?’

সুরা মায়েদার আয়াত ৩২-এ বলা হয়েছে, ‘এ কারনেই আমি বনী ইসরাইলের উপর হুকুম দিলাম যে, যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা যমীনে ফ্যাসাদ সৃষ্টিকারী ছাড়া যে কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল। আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল। আর অবশ্যই তাদের নিকট আমার রাসুলগণ সুষ্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে। তা সত্বেও এরপর যমীনে তাদের অনেকে অবশ্যই সীমালঙ্ঘনকারী।’

আল্লাহর কোরআনের কোথাও নাস্তিকদের হত্যা করার কথা বলা হয়নি। হাদীস অনুযায়ী যারা ইসলাম ত্যাগ করে তারা মুরতাদ। তাদের শাস্তির বিধান আছে। আর সে শাস্তি প্রয়োগ করতে পারে কেবলমাত্র রাষ্ট্রের শাসকগোষ্টি বা আদালত। কোন মুমীন নাগরিক অন্যের শাস্তি কার্যকর করার অধিকারী নন।

এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়