শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৯:১২ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২২, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুরের পর এবার ভুটানকে হারাল বাংলাদেশ

আলামিন শিবলী: এফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে আরও একটি জয় পেয়েছে বাংলাদেশ দল। সিঙ্গাপুরের পর এবার ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল লাল-সবুজের ছেলেরা। এর আগে গত বুধবার (৫ অক্টোবর) সিঙ্গাপুরকে হারায় বাংলাদেশ।

শুক্রবার (৭ অক্টোবর)  কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানকে আক্রমণে ব্যতিব্যস্ত করে বাংলাদেশি যুবারা। বেশিক্ষণ দেরি করতে হয়নি, খেলার দশম মিনিটে নাজিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডানপাশ থেকে বাদশা মিয়ার দারুণ এক ক্রসে হেডে ভুটানের গোলরক্ষককে ফাঁকি দেন নাজিম।


এগিয়ে যাওয়ার পরেই অগোছালো ফুটবল খেলে বাংলাদেশ। সেই সুযোগে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ভুটান। অবশ্য পারেনি সমতায় ফিরতে।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে যুবারা। অবশেষে টানা আক্রমণ করার সুফল পায় বাংলাদেশ। ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। ইমরান খানের ফ্রিকিকে হেডে গোল করেন মোলতাজিম আলম হিমেল। তবে বাকি সময়ে ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা।

এএস/এএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়