শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৯ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতাশা নিয়ে বাংলাদেশে এসেছেন ভারতীয় ক্রিকেটার তানিয়া

ভারতীয় ক্রিকেটার তানিয়া

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে নারী এশিয়া কাপ খেলতে আসার আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ডে সফরে গিয়েছিলো ভারত। সেখানেই লন্ডনের ম্যারিয়ট হোটেল থেকে ভারতীয় নারী ক্রিকেটার তানিয়া ভাটিয়ার বেশ কিছু জিনিসপত্র হারানো যায়। যদিও তার হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারে হোটেল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করেছেন এই নারী ক্রিকেটার। আজকের পত্রিকা

হোটেল কর্তৃপক্ষের প্রতি নিজের আহবান তুলে ধরে সামাজিক যোগযোগ মাধ্যমে একটি পোস্টে তানিয়া বলেন, আমি হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো কিছু জানতে পারিনি। এটা ভীষণ হতাশাজনক। আমার ঘর থেকে যে জিনিসগুলো চুরি হয়েছে, সবগুলো আমার কাছে অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। চুরি হওয়ার পর থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? একটা আপডেট পেলে ভালো লাগত।

এছাড়া নিজের জিনিসপত্র হারিয়ে যাওয়ার দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়া লিখেছিলেন, ম্যারিয়ট হোটেল লন্ডন মায়ডা ভেল ম্যানেজমেন্টের কাজে হতাশ। কেউ আমার ঘরে এসে আমার ব্যাগ চুরি করে নিয়ে গেল। ব্যাগে ক্যাশ, কার্ড, ঘড়ি ও অলংকার ছিল। ভীষণ অনিরাপদ।

ইংল্যান্ডে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলে ভারতীয় নারী দল। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছে ভারতীয় নারী দল। চুরি হওয়া জিনিসের এখনো কোনো আপডেট পাননি তিনি। সেই আক্ষেপ নিয়েই বাংলাদেশে এশিয়া কাপ খেলতে এসেছেন তানিয়া। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়