শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৩:৪৯ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতাশা নিয়ে বাংলাদেশে এসেছেন ভারতীয় ক্রিকেটার তানিয়া

ভারতীয় ক্রিকেটার তানিয়া

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে নারী এশিয়া কাপ খেলতে আসার আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ডে সফরে গিয়েছিলো ভারত। সেখানেই লন্ডনের ম্যারিয়ট হোটেল থেকে ভারতীয় নারী ক্রিকেটার তানিয়া ভাটিয়ার বেশ কিছু জিনিসপত্র হারানো যায়। যদিও তার হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারে হোটেল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করেছেন এই নারী ক্রিকেটার। আজকের পত্রিকা

হোটেল কর্তৃপক্ষের প্রতি নিজের আহবান তুলে ধরে সামাজিক যোগযোগ মাধ্যমে একটি পোস্টে তানিয়া বলেন, আমি হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো কিছু জানতে পারিনি। এটা ভীষণ হতাশাজনক। আমার ঘর থেকে যে জিনিসগুলো চুরি হয়েছে, সবগুলো আমার কাছে অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। চুরি হওয়ার পর থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? একটা আপডেট পেলে ভালো লাগত।

এছাড়া নিজের জিনিসপত্র হারিয়ে যাওয়ার দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়া লিখেছিলেন, ম্যারিয়ট হোটেল লন্ডন মায়ডা ভেল ম্যানেজমেন্টের কাজে হতাশ। কেউ আমার ঘরে এসে আমার ব্যাগ চুরি করে নিয়ে গেল। ব্যাগে ক্যাশ, কার্ড, ঘড়ি ও অলংকার ছিল। ভীষণ অনিরাপদ।

ইংল্যান্ডে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলে ভারতীয় নারী দল। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছে ভারতীয় নারী দল। চুরি হওয়া জিনিসের এখনো কোনো আপডেট পাননি তিনি। সেই আক্ষেপ নিয়েই বাংলাদেশে এশিয়া কাপ খেলতে এসেছেন তানিয়া। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়