শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেটার ১৪ বছ‌রের বৈভবের ই‌তিহাস, ব‍্যাট নয়, এবার বল হাতে রেকর্ড 

স্পোর্টস ডেস্ক : খেলতে নামলে প্রায় প্রতি ম্যাচেই রেকর্ড গড়ছে বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের মাটিতে আরও এক কীর্তি গড়েছে সে। তবে এ বার ব্যাটার বৈভব নয়, নজির গড়েছে বোলার বৈভব।

ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছে বৈভব। বেকেনহামের মাঠে ইংল্যান্ডের অধিনায়ক হামজ়া শেখের উইকেট নিয়েছে বৈভব। বাঁহাতি স্পিন করে বৈভব। তার ফুলটসে বড় শট খেলার চেষ্টা করেন হামজা। কিন্তু ব্যাটে-বলে হয়নি। লং অফে ক্যাচ ধরেন হেনিল পটেল। পরে টমান রিউকেও আউট করে বৈভব। --- আনন্দবাজার

ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে কোনও বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নিয়েছে ১৪ বছরের বৈভব। বিহারের ছেলের বয়স এখন ১৪ বছর ১০৭ দিন। এর আগে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নেওয়ার রেকর্ড ছিল ঝাড়খণ্ডের মানিশির দখলে। ২০১৯ সালে ১৫ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছিল সে। সেই রেকর্ড ভেঙেছে বৈভব।

বিশ্বক্রিকেটে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে বৈভব। ১৯৯৪ সালে পাকিস্তানের মাহমুদ মালিক মাত্র ১৩ বছর ২৪১ দিন বয়সে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়েছিল। সেটাই রেকর্ড। দ্বিতীয় স্থানেও পাকিস্তানের ক্রিকেটার। ২০০৩ সালে হিদায়াতুল্লা খান ১৩ বছর ২৫১ দিন বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েছিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে চার দিনের টেস্টে প্রথম ইনিংসে রান পায়নি বৈভব। ১৪ রান করে আউট হয় সে। তার পরেও ভারত প্রথম ইনিংসে ৫৪০ রান করে। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিস শেষে হয়েছে ৪৩৯ রানে। বৈভব ১৩ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছে ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য রান পেয়েছে বৈভব। ৪৪ বলে ৫৬ রান করেছেন সে। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের থেকে ২২৯ রান এগিয়ে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়