শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০৮:৪৩ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের এলাকা ধানমন্ডি, টিএসসি, কারওয়ান বাজার, বাংলামোটর ও নিউমার্কেট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এর আগে, বিকেল ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল ৫টার দিকে সংগঠনটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি কাকরাইল, শাহবাগ হয়ে টিএসসি অভিমুখে গেলে পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন মিছিলকারীরা।

বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে দেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।’

তাঁরা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন-গুম, চাঁদাবাজি ও গায়েবি মামলার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠবে। জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে সরকার টিকে থাকতে পারবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়