আজিজুল হক, বেনাপোল (যশোর): শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আয়নাল হক (৬৫) আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভুগে শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাইপো সাংবাদিক শাহারিয়ার হোসেন।
শাহারিয়ার হোসেন জানান, আয়নাল হক স্থানীয় জনগণের পরিচিত জনপ্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘ রোগভোগের পর তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরদেহ নিজ এলাকায় আনা হলে বাদ আসর কন্যাদাহ জাহিরুন্নেছা হাফিজায়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় কয়েক শত মানুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার বিদায়ের পর তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এতে তিনি আত্মগোপনে ছিলেন। মৃত্যুর পর স্বজনরা গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করেন।