শিরোনাম
◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ ◈ বেনাপোল সীমান্তে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রাসহ ভারত ফেরত যাত্রী আটক

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়াইগ্রামে একই রাতে মসজিদ সহ ৪ স্থানে চুরি!

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লায় একই রাতে ৪ স্থানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে সব টাকা নিয়ে গেছে। এছাড়া দুই বাড়ির জানালার রড ও দরজার তালা ভেঙ্গে দুইটি স্মার্ট টেলিভিশন ও রাউটার এবং এক বাড়ি থেকে ব্যটারীচালিত ভ্যান নিয়ে গেছে। শুক্রবার দিবাপূর্ব রাত ১টা থেকে ৪ টার মধ্যে এই চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।

বনপাড়া পৌর ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর জানান, কালিকাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে টাকা-পয়সা নিয়ে গেছে। এ সময় চোরের দল মসজিদের প্রধান দরজার লোহার লক ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টাও করেছিলো। একই রাতে ওই জামে মসজিদের অদূরে মানিক হোসেনের বাড়িতে ঢুকে বাড়ির সব দরজা বাইরে থেকে আটকিয়ে দিয়ে ব্যাটারীচালিত ভ্যান এবং একই মহল্লার কামাল হোসেনের বাড়ির জানালার গ্রিল ভেঙ্গে ও পার্থ সিলভেস্টারের বাড়ির প্রধান দরজার তালা ভেঙ্গে দুইটি স্মার্ট টেলিভিশন নিয়ে যায়। শেষের দুই বাড়িতে রাতে কোন লোকজন  ছিলো না। চোরের দল স্বর্ণালঙ্কার ও নগদ টাকা খুঁজতে এই দুই বাড়ির আসবাবপত্র তছনছ করে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, চুরির ঘটনা শুনেছি। এলাকার মাদকসেবীরা এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে চোর সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
  

  • সর্বশেষ
  • জনপ্রিয়