শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ড-জার্মানি ম্যাচ ৩-৩ গোলে ড্র

ইংল্যান্ড-জার্মানি ফুটবল ম্যাচ

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও জার্মানির মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-৩ গোলে ড্র হয়েছে। তবে প্রথমার্ধের খেলা দেখে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলে মনে হয়নি। দ্বিতীয়ার্ধেই ছিলো যতো রোমাঞ্চ। ১২ মিনিটের মধ্যে তিন গোল করে জয়ের আশা জাগাল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত ড্র হলো দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দলের লড়াই।- গোল ডটকম

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সোমবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর ইলকান গিনদোয়ান জার্মানিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ।

ম্যাচের যখন ২০ মিনিট বাকি, তখনও ২-০ গোলে পিছিয়ে ইংল্যান্ড। লুক শ, ম্যাসন মাউন্ট ও হ্যারি কেইনের লক্ষ্যভেদে ৩-২ গোলে এগিয়েও যায় তারা। স্বাগতিক গোলরক্ষকের ‘উপহার’ কাজে লাগিয়ে সমতায় ম্যাচ শেষ করেন হাভার্টজ।

‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের তলানিতে থেকে নেশন্স লিগ শেষ করা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ইংল্যান্ডের। গ্যারেথ সাউথগেটের দল পেল না সান্ত্বনার জয়ও। আগের ম্যাচে হারের তেতো স্বাদ পাওয়া জার্মানির এটি টুর্নামেন্টে চতুর্থ ড্র।

প্রথমার্ধে বল দখল ও আক্রমণে বেশ এগিয়েছিল জার্মানি। গোলের জন্য প্রথম শট নিয়েছিল তারাই। তবে ম্যাচের প্রথম পরিষ্কার সুযোগটা পায় ইংল্যান্ড। ২৪তম মিনিটে ডি বক্স থেকে রাহিম স্টার্লিংয়ের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। পরের মিনিটে কেইনের ভলি একটুর জন্য লক্ষ্যে থাকেনি। বেঁচে যায় জার্মানি। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়