শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৪:১৯ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পাকিস্তানের সামনে তিনটি সম্ভাব্য সিদ্ধান্ত

ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। এই সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে প্রাসঙ্গিক কোনো সমঝোতা না করে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এই সিদ্ধান্ত ক্ষুব্ধ করেছে পাকিস্তানকে। এরপর থেকেই পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উঠেছে।

তবে শুধু বয়কট নয়, গুঞ্জন উঠেছে আরও বেশ কয়েকটি। পাকিস্তানি গণমাধ্যম দাবি করছে, বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে মাঠে নাও নামতে পারে পাকিস্তান। তবে সেই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের ওপর ছেড়ে দিয়েছেন পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভি। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নাকভির। এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

ঠিক কী সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান, সে বিষয়ে কথা বলেছেন পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক কাদির খাজা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি টুইট করেন তিনি। সেখানে তিনি পাকিস্তান নিতে পারে এমন তিনটি সম্ভাব্য সিদ্ধান্তের কথা উল্লেখ্য করেছেন।

তিনি লেখেন, প্রথমত বাংলাদেশের নেওয়া সাহসী সিদ্ধান্তের সমর্থনে পাকিস্তানি ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নামতেন পারেন। দ্বিতীয়ত, গ্রপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান। তৃতীয়ত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই সরে যেতে পারে ক্রিকেটবিশ্বের অন্যতম শক্তিশালী দলটি।

তিনি আরও লেখেন, পাকিস্তানের পক্ষ থেকে ঠিক কী সিদ্ধান্ত আসবে, সেটা শেহবাজ শরিফ ও মহসিন নাকভি মধ্যকার আজকের বৈঠকের পরই জানা যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়