স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন সিকান্দার রাজা। পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে চলমান ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বলে সমান পারফর্ম করছেন এই অলরাউন্ডার। তারই সুফল পেলেন জিম্বাবুয়ের এ ক্রিকেটার।
আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন রাজা। সাইম আইয়ুবকে পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের এ ক্রিকেটার। এক নম্বরে থাকা রাজার রেটিং পয়েন্ট ২৮৯, আর দুইয়ে নেমে যাওয়া সাইমের রেটিং পয়েন্ট ২৬৯।
চলতি বছরের সেপ্টেম্বরে ওয়ানডে র্যাঙ্কিংয়ের র্শীর্ষে উঠেছিলেন রাজা। তবে দুইয়ে নেমে গেছেন তিনি। তাকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। টেস্টে আগের মতোই রবীন্দ্র জাদেজা। তবে দুই থেকে তিনে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান। আট ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান করছেন আক্রমণাত্মক এ ব্যাটার।
পাঁচ ধাপ এগিয়ে বাবর আজম আছেন ২৯ নম্বরে। এক ধাপ পিছিয়ে ৩০ নম্বরে সাইফ হাসান। আগের মতোই ১৮ নম্বরে আছেন তানজিদ হাসান তামিম।
টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন অ্যাশেজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা ট্রাভিস হেড। ৭ ধাপ এগিয়ে ৩০ নম্বরে বাংলাদেশের মুশফিকুর রহিম। ৮ ধাপ করে এগিয়ে ৩৭ নম্বরে লিটন দাস ও ৪৬ নম্বরে মুমিনুল হক। ড্যারিল মিচেলকে সরিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরায় দখল করেছেন রোহিত শর্মা।