শিরোনাম
◈ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে প্রস্তাব ইইউ ও ওআই‌সির, বাংলাদেশ বললো এত শরণার্থীর বোঝা আর নেওয়া যাচ্ছে না ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের আরও একটি চমক, মেন্টর হলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ সকালে পাকিস্তানও কেঁপেছে ৫.২ মাত্রার ভূমিকম্পে ◈ ভূমিকম্পে ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে নিহত অন্তত ৩ ◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি ব‌্যবস্থা নেয়ার হুঁশিয়ারি পিএসএল দল মালিকের

স্পোর্টস ডেস্ক : পাক ক্রিকেটে লেগে গেল গৃহযুদ্ধ!‌ পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সুপার লিগের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন পিএসএলের দল মুলতান সুলতানসের মালিক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমানে পাক ক্রিকেট বোর্ড যে আচরণ করছে সেটা যদি ভবিষ্যতেও চালিয়ে যায় তাহলে আইনি পদক্ষেপ করা ছাড়া উপায় থাকবে না।

মুলতান সুলতানসের মালিক আলি খান তারিন প্রকাশ্যেই ফ্র্যাঞ্চাইজি লিগের সমালোচনা করেছেন। এহেন আচরণে পিএসএলের চুক্তিভঙ্গ হচ্ছে, এই মর্মে পিসিবির তরফ থেকে নোটিস দেওয়া হয় তারিনকে। কিন্তু সেই নোটিস তিনি প্রকাশ্যেই ছিঁড়ে ফেলেন। তারপর থেকেই পিসিবি এবং পিএসএল কর্তৃপক্ষ কেউই তারিনের সঙ্গে যোগাযোগ করছেন না বলে অভিযোগ। 

অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলিকে বোর্ডের তরফে জরুরি ইমেল পাঠানো হয়েছে, বাদ পড়েছে মুলতান সুলতানস। আর এই ঘটনায় ক্ষিপ্ত তারিন। এক্স হ্যান্ডেলে দীর্ঘ বিবৃতিতে তিনি লেখেন, ‘গত একমাস ধরে পিএসএলের ম্যানেজমেন্টকে একাধিকবার ইমেল পাঠানো হয়েছে। আইনি চিঠি, ইমেল, বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো ইমেল–কোনওটারই জবাব আসেনি।  -- আজকাল

অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো জানতে চাইছে, ভ্যালুয়েশন অ্যান্ড রিনিউয়াল প্রক্রিয়ায় মুলতান সুলতানসকে কেন বাদ দেওয়া হয়েছে। কিন্তু কোনও প্রশ্নের উত্তর নেই। স্পষ্টভাবে বলতে গেলে, পিএসএল ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় না।

পাক বোর্ড এবং পাক লিগের কর্তাদের খোঁচা মেরে তারিন জানিয়েছেন, চায়ের কাপ হাতে কথা বললেই যাবতীয় সমস্যা মিটে যায়, কিন্তু অহেতুক অহঙ্কারের কারণেই জটিলতা বাড়ছে। এক্স হ্যান্ডেলে তাঁর হুঙ্কার, ‘যদি এভাবেই আমাদের এড়িয়ে চলতে থাকে বোর্ড, তাহলে না চাইতেও আমাদের আইনি পদক্ষেপ করতেই হবে।’ প্রসঙ্গত, পিএসএলে আরও দু’টি নতুন দল যোগ করতে চাইছে পাক বোর্ড। সেই নিয়ে নিলামও হতে চলেছে কয়েকদিনের মধ্যেই। কিন্তু তার আগে বড় সমস্যা পিএসএলকে ঘিরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়