শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আশরাফ হাকিমি আফ্রিকার বর্ষসেরা ফুটবলার

স্পোর্টস ডেস্ক : পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি প্রথমবার  আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন। ইনজুরির কারণে গত মৌসুমে বেশকিছু ম্যাচ মিস করেন আশরাফ হাকিমি। তবুও পিএসজির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যার কারণেই বর্ষসেরা হওয়ার দৌড়ে বাকি দুইজন থেকে এগিয়ে ছিলেন হাকিমি। আগামী ২১ ডিসেম্বর থেকে ঘরের মাঠে বসতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশন্সে মরক্কোকে নেতৃত্ব দেবেন হাকিমি।

২০২৫ সালের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হাকিমি গত মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জেতে। ফ্রান্সের লিগে তিন শিরোপা জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ঘরে তোলে পিএসজি। এছাড়াও ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলে ফরাসি ক্লাবটি।

প্রসঙ্গত, সবচেয়ে বেশিবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন দুই কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো এবং ইয়াইয়া তুরে। হাকিমির সঙ্গে বর্ষসেরার দৌড়ে থাকা সালাহ ২০১৭ ও ২০১৮ এবং ভিক্টর ওসিমেন ২০২৩ সালে বর্ষসেরা পুরস্কার জিতেছেন।

এদিকে আফ্রিকার বর্ষসেরা গোলকিপার হয়েছেন মরক্কোর ইয়াসিন বোনো, তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন মরক্কোর ওসমানে মাম্মা এবং সেরা কোচ নির্বাচিত হয়েছেন কেপ ভার্দে বুবিস্তা।

এদিকে নারীদের বর্ষসেরার পুরস্কার জিতেছেন মরক্কোর গিজলেন চেব্বাক। মরক্কোর প্রথম নারী ফুটবলার হিসেবে বর্ষসেরার পুরস্কার জিতলেন তিনি।  -- তথ‌্যসূত্র, সময়‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়