স্পোর্টস ডেস্ক : বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশীকে দেখে অবাক ওমানের ক্রিকেটাররা। এমার্জিং এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সূর্যবংশী ৪২ বলে ১৪৪ রান করেন। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৩২ বলে একশো সম্পূর্ণ করেন। কয়েক মাস ধরে দুর্দান্ত ছন্দে আছেন ক্রিকেটের বিস্ময় বালক। ইতিমধ্যেই তাঁকে জাতীয় দলে নেওয়ার দাবি উঠতে শুরু করেছে।
শচীন টেন্ডুলকরের সঙ্গে তুলনা টানা হচ্ছে। মাত্র ১৪ বছর বয়সে দেশের হয়ে খেলার সুযোগ পান মাস্টার ব্লাস্টার। বৈভবের ক্ষেত্রেও তেমনই ভাবা হচ্ছে।
তাঁর আগুনে ব্যাটিং দেখে হতবাক ওমানের ক্রিকেটাররাও। আরিয়ান বিস্ত ও সময় শ্রীবাস্তব অবাক, ১৪ বছরের একটা ছেলে কীভাবে এত লম্বা ছক্কা মারতে পারে।
সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ান বলেছেন, ''বৈভব সূর্যবংশীকে আমরা কেবল টিভিতে দেখেছি। এবার ওর বিরুদ্ধে খেলব।
তাঁর সংযোজন, ১৪ বছর বয়সি এক ক্রিকেটার এত জোরে বল মারতে মারে, তা না দেখলে বিশ্বাস করা যায় না। একেবারেই ব্যতিক্রমী প্রতিভা বলতে হবে। এটা সবাই পারে না। আমি তো পারিই না। ১৪ বছরের তুমি, কীভাবে এত জোরে মারতে পারো? বৈভব খুবই প্রতিভাবান এবং দুর্দান্ত ক্রিকেটার। ওর বিরুদ্ধে খেলার জন্য আমি প্রস্তুত।
সময় শ্রীবাস্তব মধ্যপ্রদেশের হয়ে খেলতেন। তিনি চলে গিয়েছেন ওমানে। শ্রীবাস্তব বলছেন, ''ওর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। ক্রিকেট নিয়ে ওর মানসিকতা বুঝতে চাই। যেভাবে বড় ছক্কা মারতে পারে, তা সত্যিই অসাধারণ। ওর সঙ্গে কথা বলতে চাই।
২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখনও জন্মই হয়নি সূর্যবংশীর। ২০১১ সালে তিনি জন্মান।
আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেন সূর্যবংশী। ইংল্যান্ডে খেলতে গিয়ে গড়েন নতুন রেকর্ড। ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে কোনও বিদেশি দলের বিরুদ্ধে উইকেট নেন ১৪ বছরের বৈভব। বিশ্বক্রিকেটে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে তিনি।
অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম ইউথ টেস্টে শতরান করেন ১৪ বছরের বিস্ময় বালক। ৭৮ বলে ১০০ রান সম্পূর্ণ করেন। শেষপর্যন্ত ৮৬ বলে ১১৩ রানে আউট হন। তাঁর ইনিংসে ছিল ৮টি ছয় এবং ৯টি চার।
বেদান্ত ত্রিবেদীর সঙ্গে ১৫২ রানের জুটি বাঁধেন তিনি। হেডেন স্কিলারের বলে অ্যালেক্স লি ইয়ংয়ের হাতে ধরা পড়েন। ক্রিকেটের সব ফরম্যাটে নজর কাড়েন বৈভব।
ইউথ একদিনের ক্রিকেটে উন্মুক্ত চাঁদের সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও ভাঙেন সূর্যবংশী। উন্মুক্ত ৩৮টি ছক্কা মেরেছিলেন যুব ওয়ানডেতে। বৈভব সেখানে ৪১টি ছক্কা হাঁকান ১০টি ইনিংসে। তাঁর ছক্কা মারার ক্ষমতা দেখে দেশ অবাক। প্রাক্তন ক্রিকেটাররা তো বটেই, এখনকার ক্রিকেটাররাও তাঁকে দেখে অবাক।