শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমাঞ্চকর জয় ওয়েস্ট ইন্ডিজের, ৭ রানে হারা‌লো নিউ‌জিল‌্যান্ড‌কে

স্পোর্টস ডেস্ক : অসাধারণ বোলিং পারফরম্যান্সে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে এই রোমাঞ্চকর ম্যাচে নিউ‌জিল‌্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের দুর্দান্ত একক লড়াইও দলকে জয়ের দেখা দিতে পারেনি।

মাত্র দুই দিন আগে নিউজিল্যান্ডে পা রাখা ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাট হাতে ভুগলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তোলে। বোলারদের জন্য সহায়ক পিচে এ রানটাই পরে হয়ে ওঠে জয়ের ভিত্তি। -- ডেই‌লি ক্রিকেট

নিউজিল্যান্ডের ইনিংস থামিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নিখুঁত লাইন-লেন্থ বোলিং। দলের হয়ে স্যান্টনার একাই লড়াই চালিয়ে যান, মাত্র ২৮ বলে করেন ৫৫ রান।

ট‌সে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্যান্টনার। পাওয়ারপ্লেতে কিউই বোলাররা সুবিধা আদায় করে নেন। জ্যাকব ডাফি ও কাইল জেমিসনের বলে উইকেট হারান ব্র্যান্ডন কিং ও অ্যালিক আথানাজে। ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৩২/২।

অধিনায়ক শাই হোপ শুরুতে সাবধানী ছিলেন, পরে বাউন্ডারি টার্গেট করে খেলেন আক্রমণাত্মক ইনিংস। ৩৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেই তিনি ফিরেন, জ্যাক ফক্সের ডেলিভারি নিচু হয়ে তার লেগ স্টাম্প উড়িয়ে দেয়।

রভম্যান পাওয়েল ২৩ বলে ৩৩ রানের দ্রুত ইনিংস খেলে দলের সংগ্রহে গতি আনলেও ইনিংসের শেষভাগে ক্যারিবীয়রা থমকে যায়। তবে পরে সব কিছুই ছিল ওয়েস্ট ইন্ডিজের দখলে।

নিউজিল্যান্ডের ইনিংস শুরু করেন টিম রবিনসন ও ডেভন কনওয়ে। আঙুলে চোট পাওয়া টিম সেইফার্টের পরিবর্তে একাদশে ফেরেন কনওয়ে।

ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথিউ ফোর্ড দুর্দান্ত বল করেন, পাওয়ারপ্লেতে তিন ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন এক উইকেট।

১৩তম ওভারে জেডেন সিলস এক ওভারেই দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল দুজনকেই ফেরান তিনি। শেষ পর্যন্ত সিলস ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ৩ উইকেট।

শেষ দিকে স্যান্টনারের ঝড়ো ইনিংস নিউজিল্যান্ডকে আশার আলো দেখালেও শেষ ওভারে প্রয়োজনীয় ২০ রান তুলতে ব্যর্থ হয় দলটি।

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়