শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১২:১০ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অবশেষে জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর নিজের পদ ছাড়ছেন। গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিয়েছিলেন সালাউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল, তবে ব্যক্তিগত কারণে জাতীয় দলের সঙ্গে এক বছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ক্রিকবাজ জানিয়েছে, সালাউদ্দিন ইতোমধ্যেই বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশের শীর্ষ স্থানীয় এই কোচ নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ক্রিকবাজকে সংক্ষেপে বলেন সালাউদ্দিন বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’

বিসিবি যখন ডেভিড হেম্পের সঙ্গে সম্পর্ক শেষ করে, তখন থেকেই ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন সালাউদ্দিন। তবে দলের সাম্প্রতিক ব্যর্থতার পর থেকে তিনি সমালোচনার মুখে পড়েন।

এরই ধারাবাহিকতায় বিসিবি আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে। সফরে তারা দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

সিলেটে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ নভেম্বর, আর দ্বিতীয় টেস্ট ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর।

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ নভেম্বর, আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়