শিরোনাম
◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

থুতু মারার খেসারত, ৬ ম্যাচ নিষিদ্ধ ইন্টার মায়া‌মির তারকা লুইস সুয়ারেস

স্পোর্টস ডেস্ক :  লিগস কাপ ফাইনালের পর সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফ সদস্যের দিকে থুতু মারার ঘটনায় ইন্টার মায়ামির তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেসকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও ম্যাচ শেষের হাতাহাতির ঘটনায় শাস্তি পেয়েছেন তার দুই সতীর্থ সের্হিও বুসকেতস ও টমাস আভিলেস।

শুক্রবার এক বিবৃতিতে এই শাস্তির কথা জানায় লিগস কাপ কর্তৃপক্ষ। --- অলআউট স্পোর্টস

গত রোববার সিয়াটলে অনুষ্ঠিত শিরোপা লড়াইয়ে ৩-০ গোলের জয় পায় স্বাগতিকরা। শেষ বাঁশি বাজার পর মাঠে হাতাহাতিতে জড়ায় দুই দল, যার শুরুটা করেন সুয়ারেস। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে সিয়াটলের এক স্টাফের দিকে উরুগুয়ের এই তারকাকে থুতু মারতে দেখা যায়। অন্যদিকে মায়ামি মিডফিল্ডার বুস্কেতসকে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারতে দেখা যায়।

এই ঘটনায় বুসকেতসকে দুই ম্যাচ, মায়ামির ডিফেন্ডার আভিলেসকে তিন ম্যাচ এবং সিয়াটলের সহকারী কোচ স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে লিগস কাপ কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ আনা হয়েছে।

তবে নিষেধাজ্ঞাগুলো কেবল লিগস কাপের ভবিষ্যৎ আসরের জন্য কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের দলগুলোকে নিয়ে মৌসুমের মাঝামাঝি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

তবে বিবৃতিতে লিগস কাপ কমিটি জানায়, এমএলএস কর্তৃপক্ষ চাইলে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। আগামী ১৬ সেপ্টেম্বর এমএলএসের ম্যাচে সিয়াটলকে আতিথিয়তা দেবে ইন্টার মায়ামি।

এর আগে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের আচরণের জন্য ক্ষমা চান সুয়ারেস। একই দিন এই ঘটনার জন্য নিন্দা জানিয়ে বিবৃতি দেয় তার ক্লাব মায়ামি।

এক সময় লিভারপুল ও বার্সেলোনার হয়ে খেলা ৩৮ বছর বয়সী উরুগুয়ের এই ফরোয়ার্ড একাধিকবার বিতর্কিত আচরণের জন্য শাস্তি পেয়েছিলেন। প্রতিপক্ষকে কামড় দেওয়ার কারণে তিনবার এবং বর্ণবাদী আচরণের অভিযোগে একবার তাকে নিষিদ্ধ করা হয়েছিল। যদিও শেষের অভিযোগটি তিনি অস্বীকার করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়