শিরোনাম
◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সংবাদপ্রতি‌দিন এর প্রতি‌বেদন- বুলবুল-তামিম দ্বন্দ্বে ডামাডোল বি‌সি‌বির নির্বাচনে

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে নাটকের পর নাটক। তবে বাংলাদেশ ক্রিকেটের তুলনায় তারা নিজেই। কে কবে শুনেছে, ক্রিকেট বোর্ডের নির্বাচনে ‘হুমকির’ মুখে পড়তে হয় বর্তমান প্রেসিডেন্টকে? যার জেরে নিরাপত্তায় ‘গানম্যান’ চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন আমিনুল ইসলাম বুলবুল। 

মনে করিয়ে দেওয়া যাক, বিসিবি নির্বাচনে আমিনুলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন একসময় তাঁরই সতীর্থ তামিম ইকবাল।

ফলে বোর্ডের আসন্ন নির্বাচন ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ ভাবলে ভুল করবেন। ‘নতুন’ বাংলাদেশের রাজনীতির পাকচক্রের থেকে কোনও অংশে কম হতে চলছে না এই নির্বাচন। আমিনুলের পিছনে রয়েছে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের ‘হাত’। অন্যদিকে তামিম বিএনপি ঘনিষ্ঠ। এখন বাংলাদেশের একটি শক্তিশালী ও অর্থবান সংস্থার সমর্থন পাচ্ছেন তিনি। কিন্তু বিসিবি সভাপতি হওয়ার কাজটা একেবারেই সহজ হবে না তামিমের জন্য। যার নেপথ্যে তাদের নির্বাচনী গঠনতন্ত্র।

বিসিবির নির্বাচন ৪ অক্টোবর। নিয়ম অনুসারে, নির্বাচনের ৩০ দিন আগে থেকে সমস্ত প্রক্রিয়া শুরু করতে হয়। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, ভোটে না দাঁড়ানোর ‘হুমকি’ দিয়ে ফোন এসেছে আমিনুলের কাছে। যেখানে সামনে নির্বাচন, তাই সভাপতির নিরাপত্তায় কোনও ত্রুটি রাখা উচিত নয়। 

মর্মে বিসিবি তরফ থেকে ইউনুস সরকারের কাছে নিরাপত্তা চাওয়া হয়েছে। সেই ‘অতীব জরুরি’ চিঠিতে লেখা হয়েছে, ‘বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতি মহোদয়ের দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনোও অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান (Gunman) নিয়োজিতকরণ আবশ্যক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়