শিরোনাম
◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস ◈ ট্রাম্পের ৫০% শুল্ক আরোপে ভারতকে অপ্রত্যাশিত খেসারত দিতে হবে ◈ ‎তিস্তা নদীতে সরকারি বাঁধের নিচে অবৈধ বালু উত্তোলন: ধ্বংসের মুখে কোটি টাকার স্প্যার বাঁধ ◈ শেখ হাসিনার স্লোগান খামে সনদ বিতরণে নিউ গভঃ ডিগ্রী কলেজে তোলপাড় ◈ সেপ্টেম্বরের ৬ দিনে এলো ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিটেন্স  ◈ পাকিস্তানে ক্রিকেট মা‌ঠে  বোমা হামলা, নিহত ১ ◈ কিশোরগঞ্জে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা,ধর্ষক গ্রেফতার  ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে বিমানের পাশাপাশি আসতে পারে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার 

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ব‌্যা‌টিং‌য়ের পর বো‌লিং‌য়েও দারুণ পাফরম করায় স্বাগ‌তিক আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে দুর্দান্ত জয় পে‌য়ে‌ছে পা‌কিস্তান দল। বি‌শেষ ক‌রে ফখর জামানের ফিফটির পর আবরার আহমেদের দারুণ লেগ স্পিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। 

দারুণ ফিফটি করে পাকিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান এনে দেন দীর্ঘদিন পর ছন্দে ফেরা ফখর। জবাবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে আমিরাত তুলতে পারে ১৪০ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা আশানুরূপ হয়নি পাকিস্তানের। প্রথম ১৫ ওভারে ৯৭ রান তোলে তারা। কিন্তু শেষ ৫ ওভারে ফখর ও মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ৭৪ রান তোলে তারা।

ফখর জামান করেন ৪৪ বলে ৭৭ রান এবং নাওয়াজ ২৭ বলে তোলেন ৩৭ রান। তারা দুজন মিলে মিলে ষষ্ঠ উইকেটে ৫১ বলে ৯১ রান যোগ করেন।

বোলিংয়ে দারুণ পারফরম্যান্স ছিল আবরার আহমেদের, যার লেগ স্পিন বিষে নাকাল হয়েছেন আমিরাতের ব্যাটাররা। ৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন আবরার।

আমিরাতের পক্ষে লড়াই করেছিলেন আলিশান শরাফু, যার উইলো থেকে বের হয় ৫১ বলে ৬৮। চারটি করে চার ও ছয় হাঁকিয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তিনি।

চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। দুটি জয় পেয়ে আফগানিস্তানও নাম লিখিয়েছে ফাইনালে। কোনো ম্যাচ না জিতে বাদ পড়েছে আরব আমিরাত।

উল্লেখ্য, আগামী রোববার (৭ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে পাকস্তান ও আফগা‌নিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়